
নিজের অ্যাপার্টমেন্ট না হওয়া সত্ত্বেও সেগুলোর নিজের দাবি করে ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে টরন্টোর এক ব্যক্তির বিরুদ্ধে। এই ব্যক্তিকে খুঁজে পেতে জনগণের সহায়তা চেয়েছে টরন্টো পুলিশ।
পুলিশ জানিয়েছে, নিজের না হওয়ার পরও ২০২২ সালের জুলাই ও নভেম্বরের মধ্যে এক ব্যক্তি অ্যাপার্টমেন্ট ভাড়ার বিজ্ঞপ্তি দেয়।
তার বিজ্ঞপ্তিতে সাড়া দেওয়া ব্যক্তিদের কাছ থেকে এককালীন জমা ও ভাড়ার অর্থও আদায় করে ওই ব্যক্তি। ৩৬ বছর বয়সী ওই ব্যক্তিকে ক্রিস্টোফার ল্যানকপ হিসেবে মঙ্গলবার সনাক্ত করেছে পুলিশ। সে ক্রিস্টিয়ান জন মার্নার নামেও পরিচিত।
ল্যানকপের একটি ছবিও প্রকাশ করেছে পুলিশ। ৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার ওই ব্যক্তির ওজন ১৭০ পাউন্ড। তার চুলের রং বাদামি এবং চোখ নীল। তার ব্যাপারে কারও কাছে কোনো তথ্য থাকলে তা ৪১৬-৮০৮-৫২০০ নাম্বারে তদন্তকারীদের অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।