6.4 C
Toronto
শনিবার, এপ্রিল ৫, ২০২৫

শাহরুখ খানের ‘পাঠান’ বাংলাদেশে আনতে চিঠি, সিদ্ধান্ত কাল

শাহরুখ খানের ‘পাঠান’ বাংলাদেশে আনতে চিঠি, সিদ্ধান্ত কাল - the Bengali Times
প্রায় চার বছর পর বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ সিনেমা দিয়ে প্রায় চার বছর পর বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আগামী ২৫ জানুয়ারি ছবিটি ভারতে মুক্তি পাচ্ছে।

এদিকে, শাহরুখ খানের ‘পাঠান বাংলাদেশে মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে। দেশীয় একটি প্রযোজনা প্রতিষ্ঠান সাফটা চুক্তির মাধ্যমে সিনেমাটি দেশে আনার চেষ্টা করছে। প্রযোজনা প্রতিষ্ঠানটি তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখায় এ বিষয়ে চিঠি পাঠিয়েছে।

- Advertisement -

আগামীকাল মঙ্গলবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ের এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জানা গেছে।
ইতিবাচক সিদ্ধান্ত এলে সিনেমাটি ভারতে মুক্তির দু’দিন পরই বাংলাদেশের দর্শকদের দেখতে পারার সম্ভাবনা আছে।

‘পাঠান’ সিনেমায় আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম। ক্যামিও হিসেবে আছেন সালমান খান আর হৃতিক রোশন।

- Advertisement -

Related Articles

Latest Articles