
কানাডায় ২০২২ সালের চতুর্থ প্রান্তিকে বাড়ির গড় দাম ২০০৮ সালের আর্থিক মন্দার পর প্রথমবারের মতো বার্ষিক হিসাবে হ্রাস পেয়েছে। রয়্যাল লাপেজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বাড়ির মূল্য সংক্রান্ত সমীক্ষায় আবাসন কোম্পানিটি জানিয়েছে, গত বছরের চতুর্থ প্রান্তিকে একটি বাড়ির গড় মূল্য ছিল ৭ লাখ ৫৭ হাজার ১০০ ডলার। ২০২১ সালের একই প্রান্তিকের তুলনায় যা ২ দশমিক ৮ শতাংশ কম।
লাপেজ বলছে, তবে প্রান্তিক হিসেবে দাম কমেছে ২ দশমিক ৩ শতাংশ, যা নিয়ে টানা তিন প্রান্তিক বাড়ির দাম কমলো।
ব্যাংক অব কানাডার সুদের হার বৃদ্ধির কারণে মর্টগেজ রেট বেড়ে যাওয়ায় ২০২২ সালে বাড়ির দাম হ্রাস পেয়েছে। যদিও বাড়ির দাম এখনো মহামারি পূর্ববর্তী অবস্থার চেয়ে বেশি আছে বলে জানিয়েছে রয়্যাল লাপেজ। প্রতিষ্ঠানটি বলেছে, ২০২২ সালের চতুর্থ প্রান্তিকে জাতীয়ভাবে বাড়ির গড় দাম ২০২০ সালের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৮ এবং ২০১৯ সালের তুলনায় ১৭ দশমিক ২ শতাংশ বেশি ছিল।