12.8 C
Toronto
বুধবার, মার্চ ১৯, ২০২৫

লুডু খেলতে নিষেধ করায় গৃহবধূর আত্মহত্যা

লুডু খেলতে নিষেধ করায় গৃহবধূর আত্মহত্যা - the Bengali Times

ঢাকার ডেমরার কোনাপাড়ায় আন্না খাতুন নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় তার স্বামী ইকবাল হোসেনকে আটক করেছে পুলিশ।

- Advertisement -

বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার রাত দেড়টার দিকে অসুস্থ অবস্থায় ঐ গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। তার লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

নিহতের স্বামী ইকবাল হোসেন বলেন, আমি রাজমিস্ত্রির কাজ করি। রাতে কাজ শেষে বাসায় এসে স্ত্রীকে খাবার দেওয়ার জন্য বলি। কিন্তু সে খাবার না দিয়ে লুডু খেলায় ব্যস্ত ছিল। ঐ সময় আমি বকা দিলে ঘরের দরজা আটকে বিষপান করে। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, আমরা ডেমরার কোনাপাড়ায় বদরুদ্দিনের বাসায় ভাড়া থাকি। আমার বাড়ি কুমিল্লার তিতাস থানার জগতপুরে।

সূত্র : ডেইলি বাংলাদেশ

- Advertisement -

Related Articles

Latest Articles