9.6 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

একের পর এক রেকর্ড গড়ছে ‘পাঠান ‘, ১০ দিনে আয় ৯৬০ কোটি টাকা

একের পর এক রেকর্ড গড়ছে ‘পাঠান ‘, ১০ দিনে আয় ৯৬০ কোটি টাকা
ছবি সংগৃহীত

মুক্তির আগে থেকেই আলোচনায় ছিল শাহরুখ খান অভিনীত বলিউড সিনেমা ‘পাঠান’। সিনেমাটির গান নিয়ে সমালোচনা কম হয়নি। ভারতজুড়ে অনেকে আবার সিনেমাটি বন্ধের দাবিও জানান। তবে সব সমালোচনা এড়িয়ে মুক্তি পায় ‘পাঠান’। আর মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড করছে ব্লকবাস্টার সিনেমাটি।

উইওন নিউজের এক প্রতিবেদনে বলা হয়, মুক্তির নয় দিনে সাতশো কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে ‘পাঠান’। বক্স অফিসে দশ দিনে পৃথিবীজুড়ে ছবির ব্যবসা ৭২৯ কোটি রুপি। যা বাংলাদেশি টাকায় ৯৬০ কোটি ৫০ লাখ টাকারও বেশি।

- Advertisement -

যশরাজ ফিল্মসের স্পাই ফিল্মের যুদ্ধে সর্বকালের সেরা শাহরুখের কামব্যাক ছবি। এর আগে সলমন খানের ‘এক থা টাইগার’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’- এর মোট ৩১৮.১৯ কোটি রুপি ও ৫৫৯.৮৬ কোটি রুপি আয় করেছিল। হৃতিক রোশন ও টাইগার শ্রফ অভিনীত ‘ওয়ার’ সিনেমার আয় ৪৭৭ কোটি রুপি। আগামী সপ্তাহেই আটশো কোটির ক্লাবে ঢুকে যাবে ‘পাঠান’। এমনটাই ধারণা চলচ্চিত্র বিশেষজ্ঞদের।

শাহরুখ খান ছাড়াও ‘পাঠান ‘ সিনেমায় অভিনয় করেছেন দীপিকা পুড়ুকোন, জন আব্রাহামসহ অনেকে। ছবিটিতে বলিউড ভাইজান সালমান খানকেও দেখা গেছে বিশেষ ভূমিকায়।

- Advertisement -

Related Articles

Latest Articles