
স্বাস্থ্যসেবা প্রোগ্রামে ভর্তি হওয়া যে শিক্ষার্থীদের টিউশন ফি পরিশোধ করতে হয় তাদের জন্য অনুদান সম্প্রসারণ করছে অন্টারিও। প্রদেশের লার্ন অ্যান্ড স্টে গ্র্যান্টের আওতার মধ্যে পড়বে প্যারামেডিক ও মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট প্রোগ্রামের শিক্ষার্থীদের টিউশন ফি এবং অন্যান্য ব্যয়।
প্রদেশ নার্সিং প্রোগ্রামের জন্য গত বছর উদ্যোগটি চালু করা হয়। প্রিমিয়ার ডগ ফোর্ড বলেন, উদ্যোগটি আড়াই হাজার পোস্ট-সেকেন্ডারি শিক্ষার্থীদের উপকারে আসবে।
উত্তর, পূর্ব ও দক্ষিণপশ্চিম অন্টারিওর নার্সিং প্রোগ্রামের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। সেই সঙ্গে উত্তর অন্টারিওর প্যারামেডিক প্রোগ্রামের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এটি। উত্তর ও দক্ষিণপশ্চিম অন্টারিওর মেডিকেল ল্যাবরেটরি টেকনোলিজিস্ট প্রোগ্রামের ক্ষেত্রেও এটা প্রযোজ্য হবে।