6.6 C
Toronto
বুধবার, মার্চ ১৯, ২০২৫

প্যারামেডিক ও ল্যাব টেক শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের আওতা বৃদ্ধি

প্যারামেডিক ও ল্যাব টেক শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের আওতা বৃদ্ধি - the Bengali Times
প্রিমিয়ার ডগ ফোর্ড

স্বাস্থ্যসেবা প্রোগ্রামে ভর্তি হওয়া যে শিক্ষার্থীদের টিউশন ফি পরিশোধ করতে হয় তাদের জন্য অনুদান সম্প্রসারণ করছে অন্টারিও। প্রদেশের লার্ন অ্যান্ড স্টে গ্র্যান্টের আওতার মধ্যে পড়বে প্যারামেডিক ও মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট প্রোগ্রামের শিক্ষার্থীদের টিউশন ফি এবং অন্যান্য ব্যয়।

প্রদেশ নার্সিং প্রোগ্রামের জন্য গত বছর উদ্যোগটি চালু করা হয়। প্রিমিয়ার ডগ ফোর্ড বলেন, উদ্যোগটি আড়াই হাজার পোস্ট-সেকেন্ডারি শিক্ষার্থীদের উপকারে আসবে।

- Advertisement -

উত্তর, পূর্ব ও দক্ষিণপশ্চিম অন্টারিওর নার্সিং প্রোগ্রামের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। সেই সঙ্গে উত্তর অন্টারিওর প্যারামেডিক প্রোগ্রামের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এটি। উত্তর ও দক্ষিণপশ্চিম অন্টারিওর মেডিকেল ল্যাবরেটরি টেকনোলিজিস্ট প্রোগ্রামের ক্ষেত্রেও এটা প্রযোজ্য হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles