
‘ব্ল্যাক ওয়ার’ সিনেমায় নারী পুলিশ অফিসার ইরা চরিত্রটি দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে। এই চরিত্রের মাধ্যমে সাদিয়া নাবিলার ক্যারিয়ারের যোগ হয়েছে নতুন মাত্রা। স্বাভাবিকভাবেই নতুন অনেক সিনেমার প্রস্তাব পাচ্ছেন। তবে নাবিলা এ ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বেশ সচেতন।
শুধু সিনেমা নয়, নাবিলা প্রেমের প্রস্তাবও কম পাচ্ছেন না। একান্ত আলাপচারিতায় প্রেম-ভালোবাসা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।
‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার পর প্রেমের অফার কেমন পাচ্ছেন? প্রশ্ন করলে নাবিলা বলেন, ‘আসলে সিনেমা দিয়ে কথা নয়। প্রেমের অফার চলছে সেই হাই স্কুল লাইফ থেকে।’
‘মিশন এক্সট্রিম’ দিয়ে ঢাকাই সিনেমায় পা রাখা এই নায়িকা বলে যান, ‘এখন ইরাকে (ব্ল্যাক ওয়রের চরিত্র) দেখার পর, আই থিং ইয়াসমিন বেগমকে দেখার পর অফার আরও বেড়ে গিয়েছে। যারা ব্ল্যাক ওয়ার দেখেছেন, তারা ইয়াসমিন বেগমকেও দেখেছেন। ইরা বা ইয়াসমিন বেগম যেটাই বলি, তাদের জন্য প্রেমের অফার হয়তো আরও বেড়ে গেল।’
সাদিয়া নাবিলা কি এখন প্রেম করছেন? সরাসরি এই প্রশ্ন ছিল। উত্তরে এই অভিনেত্রী বলেন, ‘সাদিয়া নাবিলার প্রেমের সময় নেই তো এখন (হেসে)। সময় যখন হবে তখন (প্রেম) করব। করার ইচ্ছা আছে। কিন্তু এখন সময় নেই।’
আগে প্রেম করেছেন? এই প্রশ্নে অভিনেত্রীর অকপট উত্তর, ‘সাদিয়া নাবিলা অবশ্যই প্রেম করেছে। ভবিষ্যতে ইনশা আল্লাহ আবারও করবে। যখন সময় পাবে হাতে। এটা ভবিষ্যতের জন্য, আপাতত সময় নেই।’
কেমন ছেলে পছন্দ জানতে চাইলে নাবিলা বলেন, ‘অনেস্ট টাইপের মানুষ। যারা রেসপেক্ট করতে পারে অন্যকে। ছেলেদের রেসপেক্ট করার এই ব্যাপারটা আমি খুব পছন্দ করি।’