3.8 C
Toronto
বুধবার, এপ্রিল ১৬, ২০২৫

এইচএসসি-সমমানের পরীক্ষায় কোন বোর্ডে পাসের হার কত

এইচএসসি-সমমানের পরীক্ষায় কোন বোর্ডে পাসের হার কত - the Bengali Times

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ। বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফল প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলি হলে ফল প্রকাশের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

- Advertisement -

প্রকাশিত ফলে পাসের হারের দিক থেকে সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে প্রথম স্থানে আছে কুমিল্লা বোর্ড। এই বোর্ডে পাসের হার ৯০.০৭ শতাংশ।

এছাড়া যশোর বোর্ডে পাসের হার ৮৩.৯৫ শতাংশ। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ৭০৩ শিক্ষার্থী।

রাজশাহী বোর্ডে পাসের হার ৮১.৫৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২১ হাজার ৮৫৫ শিক্ষার্থী।

ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮০.৩২ শতাংশ। এই বোর্ডে পাঁচ হাজার ২৮ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

বরিশাল বোর্ডে পাসের হার ৮৬.৯৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে সাত হাজার ৩৮৬ শিক্ষার্থী।

চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৭৮.৭৬। জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৬৭০ শিক্ষার্থী।

ঢাকা বোর্ডে পাসের হার ৮৭.৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬২ হাজার ৪১৬ শিক্ষার্থী।

সিলেট বিভাগে পাসের হার ৮১.৪০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫৪ হাজার ৮৭১।

দিনাজপুর বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ০৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৩০ শিক্ষার্থী।

কারিগরি বোর্ডে পাস করেছে ৯১ দশমিক ০২ শতাংশ শিক্ষার্থী, এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ১০৫ শিক্ষার্থী।

মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৫৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৪২৩ জন শিক্ষার্থী।

সূত্র : যুগান্তর

- Advertisement -

Related Articles

Latest Articles