
চিত্রনায়িকা অপু বিশ্বাস একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেয়ার সময় শবনম বুবলীকে ইঙ্গিত করে মন্তব্য করেন। মুহুর্তেই বিষয়টি ছড়িয়ে যায়। এরপরই শবনম বুবলী তার ভেরিফায়েড ফেসবুক পেজে অপু বিশ্বাসকে ইঙ্গিত করে পাল্টা ক্ষোভ ঝাড়লেন।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেসবুকে বুবলী হুঁশিয়ারি দিয়ে লিখেন, তার ব্যক্তিজীবন নিয়ে কেউ মন্তব্য করলে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেবেন।
নাম প্রকাশ না করে তিনি লিখেন, ‘এসব যে পারে, সে অনায়াসেই লিজেন্ড শাবানা ম্যামের মতো এত সিনিয়র ব্যক্তিত্ব নিয়ে অপমানজনক বেফাঁস মন্তব্য করে বসতে পারে। কঠোর পরিশ্রম করে নিজের মতো এগিয়ে যাওয়া নুসরাত ফারিয়াকে নিয়ে অপমান করে কথা বলে মুখটাকে বিশ্রী করে ব্যঙ্গ করতে পারে। ভালো মনের মানুষ বর্ষা আপুকে নিয়ে অপমানজনক কথা বলতে পারে। মাস্টারমেকার পরিচালক শ্রদ্ধেয় মালেক আফসারী স্যারকে নিয়ে অপমান করে কথা বলতে পারে, যা কিনা রীতিমতো তার পারিবারিক শিক্ষাকেই উপস্থাপন করে। এ জন্যই বলে, ব্যবহারই বংশের পরিচয়।’
ধারণা করা হচ্ছে অপু বিশ্বাসকে উদ্দেশ্য করেই তিনি এসব লিখেছেন। আর অপু বিশ্বাসের কর্মকান্ডের সাথে এসব কথা মিলেও যায়।
বুবলী আরও লিখেন, ‘কত বাজে মানসিকতার হলে সে একজন নিষ্পাপ বাচ্চাকেও কটূক্তি করতে ছাড়েনি। আমি মা হিসেবে ভালোবেসে আমার সন্তানকে নিয়ে কী করব বা আমার সন্তানের ভালোর জন্য কী করব, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। হু দ্য হেল আর ইউ টক অ্যাবাউট দ্যাট?’
‘সারাক্ষণ নানা মিথ্যা, বানোয়াট, উসকানিমূলক বিষয়ে কথা বলে, অথচ পরে আবার বলবে, সে ব্যক্তির বিষয়ে কথা বলে না। সারাক্ষণ মানুষকে ছোট করে কথা বলবে, কিন্তু পরে বলবে সে মানুষকে ছোট করে কথা বলে না! একেক সময় একেক রং ধারণ করে মানুষকে ধোঁকা দেওয়ার নগ্ন খেলা এসব বহুরূপী সস্তা মানসিকতার ব্যক্তিই পারে, লজ্জা।’