17.4 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫

সিরিয়ায় আইএসের ভয়াবহ হামলা, নিহত ৫৩

সিরিয়ায় আইএসের ভয়াবহ হামলা, নিহত ৫৩ - the Bengali Times

সিরিয়ায় আইএসের ভয়াবহ হামলায় ৫৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

- Advertisement -

শনিবার (১৮ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। এর আগে, শুক্রবার সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা এ তথ্য জানায়।

জানা গেছে, সিরিয়ার মধ্যাঞ্চলীয় প্রদেশ হোমসে এ ঘটনা ঘটে। দেশটির বার্তাসংস্থা সানা হামলার জন্য জিহাদি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করেছে। রাষ্ট্রীয় ওই গণমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

হামলায় নিহতদের মরদেহ পালমিরা প্রাদেশিক হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালের প্রধানের বরাতে রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা জানিয়েছে, হাসপাতালে নেওয়া নিহতদের মাথায় গুলির চিহ্ন রয়েছে।

বেঁচে যাওয়া একজন জানিয়েছেন, তাদের গাড়ি পুড়িয়ে দিয়েছে আইএস।

তবে এ হামলার জন্য এখনো কেউ দায় স্বীকার করেনি।

- Advertisement -

Related Articles

Latest Articles