
রেল স্টেশনে এক তরুণীকে জোর করে চুম্বন দেওয়ার অভিযোগ উঠে এক ব্যক্তির বিরুদ্ধে। গত বছরে ঘটা এই ঘটনার অপরাধে অভিযুক্তকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভারতের মুম্বাইয়ের এক আদালত। সেই সঙ্গে আর্থিক জরিমানাও করা হয়েছে অভিযুক্তকে। আজ রোববার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মামলার শুনানির পরে মুম্বাইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাক্রম থেকেই বোঝা যায় অভিযুক্ত ব্যক্তির খারাপ উদ্দেশ্য ছিল। তাই অভিযুক্তকে কোনোভাবেই বিনা সাজায় ছেড়ে দেওয়া যায় না।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই ১৯ বছর তরুণী ভুল করে মুম্বাইয়ের খার স্টেশনে নেমে পড়েন। এরপর প্ল্যাটফর্মেই ফিরতি ট্রেন ধরার জন্য অপেক্ষা করছিলেন। তিনি ফোনে কথা বলছেন, সেই সময়েই আচমকা ৩৫ বছর বয়সী এক ব্যক্তি জোর করে তরুণীর ঠোঁটে চুমু খেতে চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে ওই তরুণী চিৎকার করেন। ঘটনাস্থল থেকেই আটক করা হয় অলোক কানোজিয়া নামে ওই ব্যক্তিকে।
মুম্বাই আদালত অভিযুক্ত অলোককে এক বছরের কারাবাসের পাশাপাশি ছয় হাজারের বেশি টাকা জরিমানা করেছেন।