
আজ ৩ মার্চ (শুক্রবার)। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এ বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই কিছুটা ধারণা নিয়ে রাখতে চান তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।
মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল
জন্মলগ্নে কেতুর প্রভাবে জাতকের শারীরিক অসুস্থতার লক্ষণ রয়েছে। ঋতু বদলের কারণে অজীর্ণ-অম্লাশয়’এর ভাব হতে পারে।
বৃষ : ২১ এপ্রিল-২০ মে
অষ্টমপতিগ্রহ জাতকের লগ্নে অবস্থান করায় আত্মীয়ের দ্বারা সন্তাপ ভোগ করবেন। অচিরেই কোনো প্রবীণ পারিবারিক সদস্যের সাহায্য পাবেন।
মিথুন : ২১ মে-২০ জুন
নীতির রাজা রাজনীতি। নীতিবহির্ভূত কার্যকলাপে জড়াবেন না। নীতিবিবর্জিত কাজে জড়ালে জনগণ ও প্রশাসন দ্বারা হেনস্তা হতে পারেন।
কর্কট : ২১ জুন-২০ জুলাই
শিল্প-সংস্কৃতিতে অবদান রাখার সঠিক সময়। ঋতুরাজ বসন্তের আগমনে চন্দ্রগ্রহের অবস্থানের ফলে জাতক সমাজে প্রভূত সম্মান পাবেন।
সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট
অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কোনো বনজ ঔষধির রপ্তানিতে লক্ষ্মীর কৃপায় লাভবান হবেন। তবে অধিক লাভের আশায় ভেজাল মেশাবেন না।
কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
অনূঢ়া ষোড়শীর অপেক্ষার পালা শেষ হবে। প্রজাপতির কৃপায় কন্যাদায়গ্রস্ত পিতা পরিত্রাণ পাবেন। তবে কোনো অসম বিবাহ না করাই ভালো।
তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
শিক্ষাক্ষেত্রে প্রশাসনিক কাজে জড়িতদের প্রচণ্ড রূপে মনোযোগী হওয়ার প্রয়োজন। না হলে সার্টিফিকেট সংক্রান্ত ভুলের মাশুল গুনতে হতে পারে।
বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর
সামনে অশনিসংকেত। শনিগ্রহের কেতুর সংযোগের ফলে আপনার ব্যবসার ভরাডুবি হওয়ার সম্ভাবনা। এ সপ্তাহে টাকা লেনদেন করবেন না।
ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর
পরিবারের প্রবীণ সদস্যদের পরামর্শ গ্রহণ করলে বিপদে পড়বেন। ব্যবসায় সিদ্ধান্ত নিজে নেওয়াই ভালো। কারণ আধুনিক মার্কেটিং আপনার দখলে।
মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
শীর্ষে অবস্থান মকরের সহজাত ব্যাপার। ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী আপনার ক্ষতি করতে পারে। এ সপ্তাহে বড় ব্যবসায়ে জড়িয়ে না পড়ায় বিচক্ষণ।
কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
স্বপ্ন থেকে বেরিয়ে আসুন। আবেগের তাড়নায় কোনো সিদ্ধান্ত নেবেন না। বৈদেশিক ব্যবসায়ের প্রলোভনে জড়াবেন না। ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন।
মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
আদিরসের নেশায় আপনার কষ্টার্জিত অর্থ বেহাত হতে পারে। দুষ্ট লোকের মিষ্টি কথায় ভুলবেন না। বামাস্বরে আকৃষ্ট হয়ে অযথা কলহে জড়াবেন না।