
প্রেমিকের সাথে পালিয়েছে নিজের স্ত্রী। আর সেই ঘটনার প্রতিশোধ নিতে স্ত্রীর প্রেমিকের স্ত্রীকেই বিয়ে করেছেন ভারতের বিহারের এক ব্যক্তি।
ওই নারীর নাম রুবি দেবি। নিরাজ নামের এক ব্যক্তিকে ২০০৯ সালে বিয়ে করেন তিনি। তাদের ঘরে চারটি সন্তানও রয়েছে। এর কয়েক বছর পর নিরাজ জানতে পারেন মুকেশ নামের এক ব্যক্তির সাথে বিয়ে বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন তার স্ত্রী রুবি।
২০২২ সালে ফেব্রুয়ারি মাসে রুবি প্রেমিক মুকেশকে বিয়ে করেন। এই ঘটনা জানা পর রুবির আগের স্বামী নিরাজ তার বর্তমান স্বামী মুকেশের নামে থানায় একটি অপহরণ মামলা করেন।
এরপর নানা নাটকীয়তা শেষে মুকেশের স্ত্রীকেই বিয়ে করার সিদ্ধান্ত নেন নিরাজ এবং জানতে পারেন তার নামও রুবি। অবশেষে ২০২৩ সালে মুকেশের স্ত্রী রুবিকেই বিয়ে করেন নিরাজ।
তাদের এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচিত হচ্ছে। এমন কাণ্ডে বিস্ময় প্রকাশও করছেন কেউ কেউ।