4.3 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

রাশিয়ান প্রতিপক্ষকে হারিয়ে হাত মেলাননি ইউক্রেন তারকা

রাশিয়ান প্রতিপক্ষকে হারিয়ে হাত মেলাননি ইউক্রেন তারকা
মারতা কোস্তাউক ছবি সংগৃহীত

ডব্লিউটিএ’র ফাইনালে রাশিয়ান প্রতিপক্ষকে হারিয়ে প্রথাগত নিয়ম অনুযায়ী হাত মেলাননি ইউক্রেনের নারী টেনিস তারকা মারতা কোস্তাউক। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ান আগ্রাসনের প্রতিবাদে এমনটি করেন তিনি।

কিয়েভে জন্ম নেওয়া ২০ বছর বয়সী কোস্তাউক টেক্সাসের অস্টিনে এটিএক্স ওপেনে রাশিয়ার ভারভারা গ্রাচেভাকে ৬-৩ ও ৭-৫ সেটে হারান। পরে ম্যাচ জিতে তিনি আম্পায়ারের সঙ্গে হাত মেলালেও ২২ বছর বয়সী রাশিয়ান টেনিস তারকাকে এড়িয়ে যান।

- Advertisement -

ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়া কোস্তাউক বলেন, ‘এই কোর্টে বসে যারা খেলা দেখছেন এবং যারা দেখছেন বিশেষ করে ইউক্রেন থেকে, আমি তাদের বলতে চাই এটা ইউক্রেনের বিজয়।

- Advertisement -

Related Articles

Latest Articles