8.8 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

রাস্তায় অনেক জ্যাম ছিল, বের হতে পারিনি : দীঘি

রাস্তায় অনেক জ্যাম ছিল, বের হতে পারিনি : দীঘি - the Bengali Times
অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি

পুলিশ হত্যা মামলার আসামি আরাভ খানের জুয়েলার্সের আমন্ত্রণে দুবাই গেলেও সেই জুয়েলার্সের উদ্বোধনী আয়োজনে দেখা যায়নি অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিকে। তবে এই আয়োজনে অংশ নিতে স্থানীয় সময় গতকাল বুধবার রাত আটটায় আরাভ জুয়েলার্সে যান তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, উপস্থাপক দেবাশীষ বিশ্বাসসহ আরও অনেকে। এছাড়াও সেই মঞ্চে গান পরিবেশন করেন হিরো আলম।

দুবাই থেকে গণমাধ্যমে দীঘি বলেন, ‘রাস্তায় অনেক জ্যাম ছিল, আমি বের হতে পারিনি, বের হতেও দেরি হয়ে গেছে। পরে ওখানে গিয়ে দেখি, অনেক ভিড়। ঢোকাটাও একটু ঝুঁকি ছিল। সেখানে যোগ দিতে পারিনি। পরে শারজায় আরেকটি অনুষ্ঠান ছিল; সেখানে গেছি।’

- Advertisement -

এর আগে এক ভিডিও বার্তায় দীঘি জানান, তিনি সেই জুয়েলার্সের উদ্বোধনী আয়োজনে থাকছেন; সবাইকে সেখানে আমন্ত্রণ জানান। আগামীকাল শুক্রবার দীঘির ঢাকায় ফেরার কথা।

আরাভ জুয়েলার্সের উদ্বোধনের খবর গণমাধ্যমে আসার পর জানা যায়, দুবাইয়ের আরাভ খান নামের এই স্বর্ণ ব্যবসায়ী মূলত বাংলাদেশে পুলিশ পরিদর্শক হত্যা মামলার আসামি রবিউল ইসলাম। তাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চেয়েছে পুলিশ।

- Advertisement -

Related Articles

Latest Articles