13.9 C
Toronto
বুধবার, মার্চ ১৯, ২০২৫

একদিন ছুটি নিলেই যেভাবে ঈদে মিলবে ৬ দিনের ছুটি

একদিন ছুটি নিলেই যেভাবে ঈদে মিলবে ৬ দিনের ছুটি - the Bengali Times

আসন্ন ঈদে একদিন ছুটি নিলেই সরকারি চাকরিজীবীদের টানা ছয় দিনের ছুটি মিলতে পারে। আর ছয়দিনের ছুটির বিষয়টি চাঁদ দেখার ওপর নির্ভর করছে। তবে পাঁচদিনের ছুটি অবশ্যই মিলবে।

- Advertisement -

এবার রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল (শনিবার) ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা করেছে সরকার। তাই ঈদের দুদিনই চলে যাচ্ছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের মধ্যে।

এক্ষেত্রে ২১ থেকে ২৩ এপ্রিল (শুক্র, শনি ও রোববার) ঈদের ছুটি থাকবে। এর আগে ১৯ এপ্রিল (বুধবার) শবে কদরের ছুটি। ঈদের ছুটি শুরুর আগে ২০ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা। কেউ যদি ২০ এপ্রিল ছুটি নেন সেক্ষেত্রে ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন।

তবে রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ২৩ এপ্রিল (রোববার)। সেক্ষেত্রে ছুটি একদিন বাড়বে। ২৪ এপ্রিলও (সোমবার) ছুটি থাকবে। তাই কেউ ২০ এপ্রিল ছুটি নিলে ১৯ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত টানা ছয় দিনের ছুটি ভোগ করতে পারবেন।

- Advertisement -

Related Articles

Latest Articles