
অটোয়া স্টেশনে এক মুসলিমকে এক কর্মীর নামাজ পড়তে বারণ করার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষমা চেয়েছে ভিয়া রেল। সেই সঙ্গে এ ঘটনার তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছে তারা।
টিকটক ভিডিওটিতে দেখা যায়, ভিযা রেলের এক কর্মী এক ব্যক্তিকে বলছেন, স্টেশনে নামাজ পড়া যাবে না এবং তিনি যদি নামাজ পড়তে চান তাহলে তাকে বাইরে যেতে হবে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে ভিয়া রেল বলেছে, ওই ব্যক্তি ও পুরো মুসলিম সম্প্রদায়ের কাছে তারা নিঃশর্ত ক্ষমা চাইছে। ঘটনাটিকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং এর একটা তদন্ত চলছে। তদন্তের পর তারা এ ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা নেবে।
ভিয়া রেল ক্রাউন কর্পোরেশন, যারা সারাদেশে যাত্রীবাহী রেল সেবা পরিচালনা করে থাকে।