9 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

প্রেমিকার বিয়েতে ‘বোমা’ উপহার, বিস্ফোরণে নিহত বর

প্রেমিকার বিয়েতে ‘বোমা’ উপহার, বিস্ফোরণে নিহত বর

প্রতীকী ছবি

সাবেক প্রেমিকার বিয়েতে হোম থিয়েটার মিউজিক সিস্টেম উপহার দিয়েছিলেন যুবক। উপহারের সে হোম থিয়েটারটিতে বৈদ্যুতিক সংযোগ দিতেই তা বিস্ফোরিত হয়। এ বিস্ফোরণে বর ও তার ভাই নিহত হন। এতে গুরুতর আহত হয়েছেন চারজন। গত সোমবার ভারতের ছত্তিশগড়ের কবিরধাম জেলায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন বর হেমেন্দ্র মেরাভি (২২) ও তার ভাই রাজকুমার (৩০)। এর মধ্যে হেমেন্দ্র ঘটনাস্থলেই আর রাজকুমার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

- Advertisement -

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, গত রোববার বিয়ে করছিলেন হেমেন্দ্র। বিয়েতে বিস্ফোরকসহ হোম থিয়েটার উপহার দেন কনের সাবেক প্রেমিক সঞ্জু মারকাম। হোম থিয়েটারটির ভেতরে বিস্ফোরক ছিল। এ কারণে সোমবার ওই হোম থিয়েটারে বৈদ্যুতিক সংযোগ দিতেই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ঘরের দেয়াল ও ছাদ ধসে পড়েছে। এ ঘটনা দুজন নিহত ছাড়াও দেড় বছরের এক শিশুসহ চারজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles