6 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

ভালোবাসার অনুভূতি নিয়ে খোলা চিঠি মাহির

ভালোবাসার অনুভূতি নিয়ে খোলা চিঠি মাহির

ঢাকাই চলচ্চিত্রের নায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি মা হয়েছেন এই অভিনেত্রী। ছেলে হওয়ার পর এখন তার সঙ্গে সময় কাটছে মাহির। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তিনি। সেখানে মাঝে মাঝেই ক্যারিয়ার ও ব্যক্তিগত বিষয়ে নিজের মতামত তুলে ধরে থাকেন এ নায়িকা। কিন্তু এবার একটি খোলা চিঠি লিখলেন তিনি।

- Advertisement -

বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফেসবুকে এ নায়িকা লেখেন, ‘খোলা চিঠি। এই যেমন ধরো আমার মাথাব্যথা করছে অথবা জ্বর, ঠাণ্ডা, নইলে খুব টায়ার্ড লাগছে— এই সমস্ত জিনিস কারও সঙ্গে শেয়ার করতেও আমার ভীষণ আনইজি লাগে।’

তিনি লেখেন, ‘আমি কোনো কারণে দুর্বল, এটা প্রকাশ করাটা খুব লজ্জাজনক বলে মনে হয় আমার, তুমি তো জানই। কিন্তু আজকে তোমাকে জড়িয়ে ধরে খুব বলতে ইচ্ছা হচ্ছে, আমার না শরীরটা খুব খারাপ লাগছে, খুব কান্না পাচ্ছে। একবার পা ব্যথা তো আবার কোমর ব্যথা, এক্স্যাট যে কি সমস্যা সেটিও বুঝতে পারছি না।’

তিনি লেখেন, ‘শুধু এইটুকু বুঝতে পারছি, আমার ভীষণ ভয়ংকর রকমের এক ড্রাম ভালোবাসা দরকার। যে ভালোবাসা আমাকে কিচ্ছা শোনাতে শোনাতে ঘুম পাড়াবে, মাথায় হাত বুলিয়ে দেবে, আমার ব্যথাগুলো সেও অনুভব করবে।’

- Advertisement -

Related Articles

Latest Articles