7.3 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

ইসলাম গ্রহণ করলেন অভিনেত্রী মার্সি আইগবে

ইসলাম গ্রহণ করলেন অভিনেত্রী মার্সি আইগবে
নাইজেরিয়ান তারকা মার্সি আইগবে

সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন নাইজেরিয়ান তারকা মার্সি আইগবে। স্বামী কাজিম আদেওতি’র উপস্থিতিতে একটি অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর নিজের নামও পরিবর্তন করেছেন অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে ৪৫ বছর বয়সি এ অভিনেত্রী জানান, তার নতুন নাম হাজিয়া মিনা মার্সি আদেওতি।

এক সাক্ষাত্কারে তিনি বলেন, ইসলাম গ্রহণ করে এখন নিজেকে পরিপূর্ণ মানুষ বলে মনে হচ্ছে। বলেন, এটি আমার প্রথম রমজান এবং রমজান ইসলামের অন্যতম একটি স্তম্ভ। আমি আমার জীবনকে ইসলামের পবিত্র পথে পরিচালিত করবো।

- Advertisement -

মূলত খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন মার্সি আইগবে। তার এ সিদ্ধান্ত ভক্ত এবং সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি করেছে। এর আগে আরও অনেক নাইজেরিয়ান অভিনেত্রী ইসলাম ধর্মগ্রহণ করেছেন। তাদের মধ্যে ভিভিয়ান মেচি, লিজ দ্য সিলভা এবং লোলা আলাও অন্যতম।

- Advertisement -

Related Articles

Latest Articles