9 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

গৌরীকে বিয়ে করতে ধর্ম পাল্টেছিলেন শাহরুখ!

গৌরীকে বিয়ে করতে ধর্ম পাল্টেছিলেন শাহরুখ!

শাহরুখ খান ও গৌরী খান

বলিউডের আদর্শ দম্পতি হিসেবে পরিচিত শাহরুখ খান ও গৌরী খান। ভালোবেসে ৩০ বছর ধরে একছাদের তলায় আছেন দুজনে। তাদের প্রেমকাহিনি এখন অনেকেরই জানা। প্রায়ই তাদের দাম্পত্য জীবনের গল্প ও পেমকাহিনি অনুরাগীদের সামনে উঠে এসেছে। গৌরী পাঞ্জাবি পরিবারের মেয়ে হলেও বিয়ে করেছেন মুসলিম পরিবারের ছেলে শাহরুখকে। তবে ধর্ম কোনো দিনই তাদের ভালবাসায় বাধা হয়ে দাড়াতে পারেনি। কিন্তু শাহরুখের ধর্ম নিয়ে আপত্তি ছিল গৌরীর পরিবারের। সেই সময় উপায় বার করেন এই যুগল। হিন্দু ধর্মালম্বী বোঝানোর জন্য শাহরুখের নাম বদলে রাখা হয় ‘অভিনব’। আনন্দবাজার

গৌরী জানতেন, তার পরিবার কোনোভাবেই রাজি হবেন না। কারণ শাহরুখ একে তো ভিন্নধর্মের, তারউপর অভিনেতা হওয়ার ইচ্ছে তার। সেই সময় মাত্র ২৬-এ পা দিয়েছেন শাহরুখ, গৌরীর তখন ২১। পরিবারে সঙ্গে শাহরুখের আলাপ করান অভিনব নামেই। যাতে বাড়ির লোক ভাবেন, তিনি হিন্দু।

- Advertisement -

গৌরী এ বিষয়ে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘মা-বাবা যাতে রাজি হন, সেই কারণেই শাহরুখকে হিন্দু সাজিয়ে নিয়ে যাই। যদিও পরে সবাই সবটা জানতেই পারেন। আসলে গোটাটাই ভীষণ শিশুসুলভ ব্যাপার।’

গৌরী বা শাহরুখ, দুজনেই একে অপরের ধর্মকে সম্মান জানান। আর বিয়ের পরে শ্বশুরবাড়ি থেকে যতটা ভালবাসা ও আদর শাহরুখ পান, গৌরী নিজেও বাবা-মায়ের থেকে তা পান না। এ কথা নিজেই স্বীকার করেছেন অভিনেতা। এ ভাবেই তিন সন্তান নিয়ে ৩০ বছরের দাম্পত্য শাহরুখ-গৌরীর।

- Advertisement -

Related Articles

Latest Articles