9.9 C
Toronto
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলা, নিহত ৫৩

মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলা, নিহত ৫৩ - the Bengali Times

মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। হামলায় বেঁচে যাওয়াদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। দেশটিতে চলমান গৃহযুদ্ধের মধ্যে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে প্রতিবেদনে বলা হয়।

- Advertisement -

নিহতদের মধ্যে অন্তত ১৫ জন নারী রয়েছেন, সেইসঙ্গে আছে শিশুও। তবে বিবিসির পক্ষ থেকে হামলায় হতাহতের সংখ্যা যাচাই করা সম্ভব হয়নি বলে জানানো হয়েছে।

সাগাইং অঞ্চলের পা জি ঘি গ্রামে দেশটির জান্তা সরকারবিরোধী বাহিনীর ওপর এ হামলা চালানো হয়েছে। ২০২১ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারে ক্ষমতা দখলে নেয় সেনাবাহিনী। এরপর থেকে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীদের ওপর বিমান হামলার পরিমাণ বাড়িয়েছে মিয়ানমারের জান্তা সরকার।

প্রতিবেদনে বলা হয়, সাগাইং-এ বিভিন্ন গোষ্ঠী মিয়ানমারের সামরিক শাসনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। তারা নিজেদের বাহিনী গড়েছে, সেইসঙ্গে স্কুল ও ক্লিনিকও বানিয়েছে।

গ্রামের এক বাসিন্দা বিবিসিকে বলেন, ‘সামরিক বাহিনীর জেট সকাল ৭টার দিকে আমাদের গ্রামের ওপর দিয়ে যায় এবং বোমা ফেলে।’

- Advertisement -

Related Articles

Latest Articles