4.7 C
Toronto
বুধবার, মার্চ ১৯, ২০২৫

গোয়া থেকে যে বার্তা দিলেন শচীনকন্যা সারা

গোয়া থেকে যে বার্তা দিলেন শচীনকন্যা সারা - the Bengali Times
সারা টেন্ডুলকার

কিংবদন্তি খেলোয়াড় শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারের যেন পায়ের নিচে সরষে ফুল। কারণ তিনি সবসময় ঘুরে বেড়াতে ভালোবাসেন। প্রায় প্রতি সপ্তাহেই কোথাও না কেথাও ঘুরতে যান তিনি। তেমনি কিছুদিন আগেই তিনি ঘুরতে গিয়েছিলেন গোয়ায়। সেখানে সমুদ্র সৈকত থেকে তোলা কিছু ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন সারা। ইনস্টাগ্রাম

সামাজিক মাধ্যমে ইনফ্লুয়েন্সার হিসেবে ব্যাপক জনপ্রিয় শচীনকন্যা। ইতোমধ্যে মডেলিং দুনিয়ায় পা রেখেছেন তিনি। ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন থেকে স্নাতক পড়েছেন। ২৫ বছর বয়সী সারার ইনস্টাগ্রামে ২৭ লাখেরও বেশি ফলোয়ার্স। গোয়ায় ঘুরতে গিয়ে সমুদ্র সৈকতে সাদা পোশাকে মিষ্টি সাজে ধরা দিয়েছেন তিনি।

- Advertisement -

ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘গুড হেয়ার ডে’। অর্থাৎ, দিনটি শুধুই চুলের জন্য। চুলের হেয়ারস্টাইল ফ্লট করেই ছবি তুলেছেন। চুলের রংয়েও কিছুটা পরিবর্তন এসেছে। সোনালি শেডের হাইলাইটস যে করা হয়েছে, সেটা স্পষ্ট। যা পোস্ট হতেই ভাইরাল।

গোয়ার জনপ্রিয় বার্মিজ রেস্তোরাঁ ‘সোপো গোয়া’ থেকেও কিছু ছবি পোস্ট করেছেন সারা। পাশাপাশি অন্যান্য রেস্তোরাঁয় ঘুরে ফিরে বিভিন্ন খাবার উপভোগ করছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ঝলকও শেয়ার করেছেন শচীনকন্যা। সারা মূলত দুর্দান্ত ফ্যাশন সেন্সের জন্য লাইমলাইটে থাকেন সবসময়। সোশ্যালে কিছু পোস্ট করতেই নজর কাড়ে নেটিজেনদের। যেখানে নানা রিঅ্যাকশন দেয়ার পাশাপাশি নেটিজেনরা মন্তব্য করে ভাসিয়ে দেন এই স্টারকিডকে।

- Advertisement -

Related Articles

Latest Articles