13.3 C
Toronto
বুধবার, মার্চ ১৯, ২০২৫

সঙ্গী দূরে, তবুও সম্পর্কে ছড়াক উষ্ণতা

সঙ্গী দূরে, তবুও সম্পর্কে ছড়াক উষ্ণতা - the Bengali Times

নতুন একটি সম্পর্কের প্রথম দিনগুলো বেশ ভালোই কাটে

নতুন একটি সম্পর্কের প্রথম দিনগুলো বেশ ভালোই কাটে। দুজন একসঙ্গে খুব সুন্দর মুহূর্ত কাটান যুগলরা। কিন্তু এ সুন্দর সবসময় সম্পর্কে বজায় থাকে না। একটা সময়ের পর সম্পর্কে নানা সমস্যা দেখা দিতে শুরু করে। তখন সঙ্গীর খারাপ দিকগুলোই বিরক্তির প্রধান কারণ হয়ে ওঠে।

সম্পর্কের খারাপ সময়ে সমস্যা ঠিক করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুজনের যোগাযোগ। শারীরিক উপস্থিতিতে যোগাযোগ সহজ হয়ে যায়। কিন্তু যখন দুজন যদি একে অপরের থেকে দূরে থাকেন, তখন যোগাযোগে নানা বাঁধা আসতে শুরু করে। অনেক সময় এ সমস্যার কারণে সম্পর্কও ভেঙে যায় অকালেই।

- Advertisement -

লং ডিসটেন্স রিলেশনশিপের কথা শুনলেই সবাই পিছিয়ে যান। তবে সত্যিই কি ‘দূরত্ব’ সম্পর্ককে শেষ করে দিতে পারে?

সহজ কিছু টিপস মেনে চললেই দূরের সম্পর্কও সরল হয়ে ওঠবে। জেনে নিন সে টিপসগুলো

প্রতিদিন খোঁজ নেয়া:
কাছাকাছি থাকলে নিয়মিত দেখা হয়, কথা হয়। কিন্তু যখন একে অপরের কাছে থেকে দূরে থাকা হয় তখন নিয়মিত খোঁজ নিলে আর সম্পর্কে দূরত্ব সৃষ্টি হবে না। তাই হাজার ব্যস্ততার মধ্যেও একে অপরের খোঁজ নিন।
সারাদিনে দুই একবার ফোনকল কিংবা মেসেজ সব অভিমান ঠিক করে দিতে পারে। ব্যস্ততার অজুহাতে নিজের দায়িত্বটুকু পালন করতে ভুলে যাবেন না। মনে রাখবেন, সম্পর্কটা দুজনের চেষ্টায়ই টিকে থাকে। তাই দুজনকেই সামান্য করে হলেও সময় দিতেই হবে।

দুষ্টু-মিষ্টি কথা:
সামনা-সামনি দেখা হলে নিশ্চয়ই রোম্যান্টিক কিছু কথাবার্তা হতো। তবে দূরে আছেন বলে সেপথ বন্ধ সেটি মনে করবেন না।
ফোনে বা ভিডিও কলে মাঝেমধ্যে সঙ্গীর সঙ্গে একটু দুষ্টু-মিষ্টি কথা বলুন। এতে করে সম্পর্কের একঘেঁয়েমি কেটে যাবে। ফলে শারীরিক দূরত্বও সম্পর্কের মাঝে অভিমানের দেয়াল তুলতে পারবে না।

উপহার দিন:
ছোটখাটো উপহার ভালোবাসার মাত্রাকে বাড়িয়ে দেয়। তাই সঙ্গীকে ভালোবেসে দুই একটি উপহার পাঠান। সঙ্গী আপনার সে উপহার পেয়ে অবশ্যই খুশি হবে। উপহার পাঠানোর ক্ষেত্রে সঙ্গীর ভালো লাগাকে গুরুত্ব দিন। তিনি কী পছন্দ করেন সেটি খেয়াল রেখে পছন্দের জিনিসটি উপহার হিসেবে দিতে চেষ্টা করুন।
এতে সঙ্গীর ভালো লাগবে আর শারীরিক দূরত্বটা সম্পর্কে কাঁটা হয়ে দাঁড়ানোর সুযোগ পাবে না।

ভিডিও কল করুন:
সঙ্গীর সঙ্গে দেখা হয় না? সঙ্গীকে দেখতে না পেয়ে মনখারাপ? দেখা না হওয়ার এ অপূর্ণতা পূরণ করতে সঙ্গীকে ভিডিও কল করুন। দিনে একবার হলেও সঙ্গীর সঙ্গে ভিডিও কলে কথা বলুন।
নিজের মনের সব কথা তাঁকে ভিডিও কলে জানান। ভিডিও কলে কথা না একে অপরকে দেখতেও পারেন। প্রযুক্তির এ সুবিধা দূরের মানুষকেও কাছে এনে দিতে পারে।

মনের বলে ফেলুন:
সঙ্গীকে পাশে না পেলে মন খারাপ হওয়াই স্বাভাবিক। তখন মনের কথা বলতে না পারার কষ্ট বেশি করে অনুভূত হয়। তাই মনের কথা কখনও চেপে রাখবেন না। সঙ্গীকে মনের লুকানো কথা আজই জানিয়ে দিন। এমনও হতে পারে তারও আপনার কথা বারবার মনে পড়ছে। আপনার একটি ‘মিস ইউ’ মেসেজ তার ঠোঁটে হাসি এনে দিতে পারে।

সূত্র: এই সময়

- Advertisement -

Related Articles

Latest Articles