9.9 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

ট্রেনের ইঞ্জিনের নিচ থেকে শিশু উদ্ধার

ট্রেনের ইঞ্জিনের নিচ থেকে শিশু উদ্ধার

রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে ট্রেনের ইঞ্জিনের চাকার নিচ থেকে রাজু নামে ৯ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মীরা।

- Advertisement -

শুক্রবার দুপুরের দিকে শিশুটিকে উদ্ধার করা হয়। আহত শিশু রাজুর বাবার নাম মো. ছাদ্দাম হোসেন। তাদের বাড়ি ময়মনসিংহে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকা জোন-৩ এর উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে রেলের ইঞ্জিনের চাকার নিচে একজন বাচ্চা আটকা পড়ার খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের একটি টিম ঘটনাস্থলে যায়।

এরপর আহত অবস্থায় বাচ্চাটিকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, ট্রেনটি মেঘনা পেট্রোলিয়াম ডিপো থেকে ক্যান্টনমেন্ট স্টেশন ইয়ার্ডে আসার পথে এ দুর্ঘটনা ঘটে।

সূত্র : বাংলাদেশ জার্নাল

- Advertisement -

Related Articles

Latest Articles