
শেহনাজের সঙ্গে সালমান
শেহনাজ গিলের ঝুলিতে সাফল্য এসেছিল বিগ বস ১৩-র ঘরেই। খুব কম প্রতিযোগীই আছেন যারা শেহনাজ গিলের মতো ভালোবাসা অর্জন করেছেন। সেই থেকে শো-র হোস্ট সালমান খানেরও খুব কাছের সম্পর্ক তাঁর। সেই সালমানের হাত ধরেই এবার অভিষেক করবেন বলিউডে। আজ শুক্রবারই মুক্তি কিসি কা ভাই কিসি কি জান ছবির।
একাধিক সাক্ষাৎকারে সালমানকে নিজের মেন্টর হিসেবে দাবি করেছেন তিনি। জানিয়েছেন, তিনি খুব শ্রদ্ধা করেন। সালমানও ছোট বোনের মতো নানা পরামর্শ দেওয়ার সুযোগ ছাড়েন না। তবে শেহনাজকে সেই নিয়ে প্রশ্ন করা হলে জবাব আসে, ‘খুব একটা ফারাক নেই। বিগ বসে যেমন, বাস্তব জীবনে তেমনই। তাঁর ব্যক্তিত্বই আসলে আলাদা। তিনি উপদেশ দেন, কিন্তু বিনা মূল্যে নয়। আপনি চাইলেই তিনি পরামর্শ দেবেন। এবং ভালো পরামর্শই দেবেন।’
এই যেমন কপিল শর্মার শো-তেই যখন ছবির প্রচারে গিয়েছিলেন, ছবির গোটা টিম তখন সালমান শেহনাজকে দেখিয়ে বলে ওঠেন, ‘ইন্টারনেটে সবাই সিডনাজ সিডনাজ করছে এখনো। কিন্তু আমি বলব, এগিয়ে যাও জীবনে। সিড থাকলেও এটাই চাইত। তুমি বিয়ে করে সুখে সংসার করো। এক জায়গায় পড়ে থাকলে তো চলবে না।’
এর আগে ট্রেলার লঞ্চের দিনও শেহনাজকে মুভ অন করার পরামর্শ দিয়েছিলেন সালমান।
পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে শেহনাজ আরো জানালেন, রিয়া কাপুরের ছবিতে ইতোমধ্যেই কাজ করে ফেলেছেন তিনি। সাক্ষাৎকারে আরো জানান, রাধিকা আপ্তের মতো নারীকেন্দ্রিক ছবিতে কাজ করার ইচ্ছা রয়েছে তাঁর। সঞ্জয় লীলা বনশালি, ইমতিয়াজ আলিদের সঙ্গে কাজ করতে চান।
বলিউডে এই প্রথম সিনেমা হলেও পাঞ্জাবি ইন্ডাস্ট্রিতে তাঁকে আগেই দেখা গেছে। বছরখানেক আগেই এসেছিল হসলা রাখ। শেহনাজ জানালেন, তিনি এই মুহূর্তে পঞ্জাবি বা বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে ভাবছেন না, কিন্তু এমন স্ক্রিপ্ট চান, যা তাঁর হৃদয়কে ছুঁয়ে যাবে।
প্রথম ছবিতেই ভাইজানের সঙ্গে কাজের প্রসঙ্গে শেহনাজের বক্তব্য, ‘আমি শুধু সালমান স্যারের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। আমি তা করেছি। সবাই বলে, ‘সালমান খান। সালমান খানের সঙ্গে কাজ করতে চাই। আমারও এ রকমটাই ছিল। তাঁর অধীনে কাজ করা হোক বা তাঁর পেছনে, কিংবা তাঁর পাশে দাঁড়ানো হোক বা সামনে। আপনি সালমান খানের সেটে আছেন সেটাই বড় কথা। তবে এরপর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর পরের রাস্তাটা আমাকে কিন্তু একাই হাঁটতে হবে। করে দেখাতে হবে।’