18.1 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

শাহরুখের সঙ্গে চুমুতে আপত্তি!

শাহরুখের সঙ্গে চুমুতে আপত্তি! - the Bengali Times
ছবি সংগৃহীত

রোমান্স কিং হিসেবে বিশ্বব্যাপী পরিচিত শাহরুখ খানকে একটি গানের শুটিংয়ে রোমান্সের জন্য বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল। আর সেটা ঘটেছিল তারই সহশিল্পী অর্থাৎ ‘রইস’ সিনেমার অভিনেত্রীর মাহিরা খানের কারণে।

শাহরুখের সঙ্গে কাজ করার লোভ সামলাতে পারেননি অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, জালিমা গানের শুটিংয়ের সময় তিনি খুব ভয়ে ছিলেন, যদি বেশি কিছু হয়ে যায়?

- Advertisement -

বলিউড বাদশাহর সঙ্গে কাজের জন্য একের পর এক শর্ত রেখেছিলেন মাহিরা! চুমু খেতে পারবেন না, এটা করতে পারবেন না, ওটা পারবেন না.. সব কিছুতেই বাধা দিয়েছিলেন অভিনেত্রী। আর তাতে বেশ মজা নিয়েছিলেন শাহরুখ। যদিও প্রথমে তার কাছে সমস্ত বিষয়টা অবিশ্বাস্য ছিল কিন্তু পরের দিকে এই কারণেই মাহিরাকে রাগিয়েও দিতেন কিং খান।

মাহিরার কথায়, শাহরুখ নিজে থেকেই এসে বলতেন, ‘জানো? এর পরের দৃশ্যে কী আছে? কিন্তু, দুজন ভালোবাসার মানুষের মধ্যে কিছু রোমান্স তো দেখাতেই হবে! অতঃপর, ‘নোস কিসিং’ এর মাধ্যমেই রাজি হয়েছিলেন মাহিরা।

অভিনেত্রী বলেন, ‘যখন নোস টু নোস বিষয়টা হল তখন মজার সুরেই শাহরুখ জানতে চান, এবার ঠিক আছে? আর কোনও সমস্যা!’

যদিও এই ছবিতে মাহিরা এবং শাহরুখের কেমিস্ট্রি মন জয় করেছিল ভক্তদের। এমনকি পাক প্রদেশে তার কদরও বেড়েছিল বেশ।

- Advertisement -

Related Articles

Latest Articles