9.7 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

এক পুরুষের ৪০ স্ত্রী!

এক পুরুষের ৪০ স্ত্রী!

প্রতীকী ছবি

একজন পুরুষের একসঙ্গে মোট কতজন স্ত্রী থাকতে পারে? ৪, ৫, ১০ বা ১৫ জন? কিন্তু ভারতের বিহারের সাম্প্রতিক এক তথ্যে যেকারো চোখ কপালে উঠবে। রূপচাঁদ নামের এক ব্যক্তির ৪০ জন স্ত্রীর হিসেব দেখানো হয়েছে। খবর ইন্ডিয়া টুডের।

প্রতিবেদনে বলা হয়েছে, বিহারের আরওয়াল জেলায় আদমশুমারির তথ্য সংগ্রহ করতে গেলে এ তথ্য প্রকাশ্যে আসে। সেখানে অন্তত ৪০ জন নারী তাদের স্বামী হিসেবে রূপচাঁদের নাম ব্যবহার করেছেন।

- Advertisement -

এ ছাড়া আদমশুমারির কর্মীরা এসব নারীর সন্তানদের তাদের বাবার নাম লিখতে বললে, তারা তাদের বাবার নাম হিসেবে লিখেছেন রূপচাঁদ।

প্রতিবেদনে বলা হয়েছে, আরওয়াল জেলার ৭ নং ওয়ার্ডে যৌনকর্মীরা বসবাস করেন। তারা নাচেন, গান গান এবং আনন্দে বসবাস করেন। তাদের স্থায়ী কোনো ঠিকানা নেই। এখানে থাকা নারীরা তাদের স্বামীর নাম রুপচাঁদ বলে উল্লেখ করেছেন। তবে সেখানে রূপচাঁদ নামে আদতে কোনো ব্যক্তি আছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনা প্রকাশ্যে আসার পর বিভিন্ন মাধ্যমে এর ব্যাপক আলোচনা সমালোচনা চলছে।

মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের এই রাজ্যে গত ৭ জানুয়ারি থেকে আদমশুমারির তথ্য সংগ্রহ শুরু হয়েছে। ব্যয়বহুল এ প্রকল্পটি পরিচালনায় ব্যয় হচ্ছে ৫০০ কোটি রুপি। এ নিয়েও ব্যাপক আলোচনা চলছে।

- Advertisement -

Related Articles

Latest Articles