8.8 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

সিমেটারি ভাংচুরের তদন্ত করছে পুলিশ

সিমেটারি ভাংচুরের তদন্ত করছে পুলিশ - the Bengali Times
ব্রেসব্রিজের একটি সিমেটারি সম্প্রতি ভাংচুরের ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ

ব্রেসব্রিজের একটি সিমেটারি সম্প্রতি ভাংচুরের ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ। দেহভস্ম সংরক্ষণ ও প্রদর্শনের জন্য ব্যবহৃত অবকাঠামোটি ভাংচুর করে দুর্বৃত্তরা।

ম্যানিটোবা স্ট্রিটের সেন্ট থমাস সিমেটারিতে ১৫ থেকে ২০ এপ্রিলের মধ্যে এ ঘটনা ঘটে। ব্রেসব্রিজ ওপিপি বলেছে, সিমেটারির কলামবেরিয়ামের ২৩টি দরজা ভাংচুরের পর সিমেটারি দেখভালের দায়িত্বে থাকা একজন পুলিশেল সঙ্গে যোগাযোগ করেন। তদন্তকারীরা এ ঘটনাকে হৃদয়বিদারক বলে মন্তব্য করেছেন। এ ব্যাপারে কারো কাছে কোনো ধরনের তথ্য থাকলে ব্রেসব্রিজ ওপিপির সঙ্গে

- Advertisement -

১-৮৮৮-৩১০-১১২২ নাম্বারে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

 

- Advertisement -

Related Articles

Latest Articles