
শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গণসংহতি আন্দোলনের চতুর্থ জাতীয় প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, বাড়িতে আর বসে থাকা যাবে না, রাজপথ দখল করতে হবে। তাহলে জনগণের মালিকানা ফিরে পাওয়া যাবে।
তিনি বলেন, দেশকে আত্মসাৎ করা হয়েছে। সেই দেশকে জনগণের নিয়ন্ত্রণে আনতে হবে। রাজপথে নেমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
ড. কামাল বলেন, দেশে যেখানে জনগণের সরকার থাকার কথা, সেখানে জনগণ ক্ষমতা থেকে বঞ্চিত। যে সরকার এখন ক্ষমতা প্রয়োগ করছে, তারা জনগণের আস্থাভাজন নয়, জনগণের কাছ থেকে ক্ষমতার দায়িত্ব পায়নি। কিন্তু তারা ক্ষমতা প্রয়োগ করে যাচ্ছে। দেশে ষোলো আনা স্বৈরতন্ত্র বিরাজ করছে। তাই দেশকে বাঁচাতে হবে। কোনো কিছু জনগণের নিয়ন্ত্রণে নেই।
জনগণ মানসিকভাবে প্রস্তুত আছে জানিয়ে গণফোরাম সভাপতি বলেন, যে অবস্থা বিরাজ করছে, মানুষ সহ্য করতে পারছে না। পরিবর্তন আনতে হবে, তা আনতে হলে একমাত্র উপায় হলো জনগণের ঐক্য। মানুষের মধ্যে ঐক্য আছে। একে এখন আনুষ্ঠানিক রূপ দিতে হবে। মাঠে নামলেই ঐক্যের সেই শক্তির সৃষ্টি হবে।
রাজপথ দখলে রাখার আহ্বান জানিয়ে ড. কামাল বলেন, মানুষ প্রস্তুত হয়ে আছে। ডাক পেলেই লাখ লাখ মানুষকে পাশে পাওয়া যাবে।