
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার জন্য এখন মানুষ কত কী-ই না করে! এবার ভারতের মহারাষ্ট্রে ঘটলো এক অদ্ভুত কাণ্ড। সড়কে চলন্ত স্কুটারে বসে গোসল করছেন তরুণ-তরুণী!খবর এনডিটিভির।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে দুজনের গোসল করার এ ভিডিও।
ভিডিওতে দেখা যায়, স্কুটার চালাচ্ছেন এক তরুণ। তার পেছনে বসা এক তরুণী। তাদের মাঝখানে নীল রঙের একটি বালতি।
আর তা থেকে মগ দিয়ে নিজের গায়ে পানি ঢালছেন তিনি। আর সামনে বসা তরুণের গায়েও পানি ঢেলে দিচ্ছেন। দূর থেকে তাদের এ কাণ্ড ভিডিও করা হয়েছে।
রাস্তার মাঝে এ কাণ্ড দেখে হাসাহাসি করেছেন আশপাশের লোকজন।
ভিডিওটি শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে পুলিশের কাছে নালিশ করেছেন অনেকে। উত্তরে পুলিশও যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।
এমন কাণ্ড ঘটানো ওই ব্যক্তির নাম আদর্শ শুকলা। মুম্বাইয়ের একজন ইউটিউবার তিনি। ইতোমধ্যে ইনস্টাগ্রামে মুম্বাই পুলিশের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
আদর্শ শুকলা দুঃখ প্রকাশ করে বলেন, স্কুটার চালানোর সময় হেলমেট না পরার জন্য আমি দুঃখিত। এটা আমার মস্তবড় একটি ভুল। এজন্য আমি ক্ষমাপ্রার্থী।
এ সময় ভক্তদের হেলমেট পরার আহ্বান জানান শুকলা। তবে রাস্তায় গোসল করার বিষয়ে কিছুই বলেননি তিনি।