
গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর
গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, সরকার দেশকে বিদেশিদের মুখোমুখি দাঁড় করিয়েছে। এ জন্য দেশকে বাঁচাতে মানুষ আন্দোলনে নেমেছে। এই আন্দোলন চলতে থাকলে ২/৩ মাসের মধ্যে সরকারের পতন হবে।
আজ শুক্রবার বিকেলে পুরানা পল্টনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুর্নীতি ও দুঃশাসনবিরোধী গণসমাবেশে তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, সরকার চাইলেও আগের মতো নির্বাচন করতে পারবে না। নির্বাচন করতে চাইলে নিকারাগুয়া ও নাইজেরিয়ার মতো নিষেধাজ্ঞায় পড়বে, যা দেশকে ভেনিজুয়েলার মতো ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে।
গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসানের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, হাসান আল মামুন, বিপ্লব পোদ্দার, সোহরাব হাসান, আবু হানিফ, সাদ্দাম হোসেন, শাকিল উজ্জামান প্রমুখ।