9.5 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

‘অনূর্ধ্ব ৩৫’ ধনীদের তালিকায় শিরান, অ্যাডেল ও হ্যারি স্টাইলস

‘অনূর্ধ্ব ৩৫’ ধনীদের তালিকায় শিরান, অ্যাডেল ও হ্যারি স্টাইলস - the Bengali Times
এড শিরান অ্যাডেল ও হ্যারি স্টাইলস

সানডে টাইমসের ধনীর তালিকা অনুযায়ী ৩৫ বছরের কম বয়সী যুক্তরাজ্যের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় জায়গা করে নিয়েছে ব্রিটিশ গায়ক এড শিরান, অ্যাডেল এবং হ্যারি স্টাইলস। যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রে সাফল্যের পর সঙ্গীতশিল্পীদের সকলের আনুমানিক সম্পদ ১৫০ মিলিয়নের বেশি।

৩৫ বছরের কম বয়সী ধনীদের তালিকায় ৩২ বছর বয়সী এড শিরান ৩০০ মিলিয়ন সম্পদ নিয়ে সপ্তম ধনী হয়েছেন। তার দ্রুত বিক্রি হওয়া ষষ্ঠ অ্যালবাম ‘সাবট্রাক্ট’-এর ফলে সম্পদ বেড়েছে গায়কের।

- Advertisement -

তালিকায় নবম স্থানে রয়েছেন অ্যাডেল, যার বয়স এখন ৩৫। তিনি ১৬৫ মিলিয়ন পাউন্ড নিয়ে নবম স্থানে রয়েছেন। লন্ডনে জন্মগ্রহণকারী এই গায়িকা ১০০ মিলিয়নেরও বেশি অ্যালবাম বিক্রি করেছেন এবং এই বছরের শুরুর দিকে তিনি ঘোষণা করেছিলেন যে তার লাস ভেগাস আবাসিক এলাকার শো আরো বৃদ্ধি করা হবে। প্রতিবেদনে বলা হয়েছে, শো প্রতি ৫ লক্ষ ডলার নেন গায়িকা।

এদিকে হ্যারি স্টাইলস গত বছর তার মুক্তিপ্রাপ্ত অ্যালবাম “হ্যারি’স হাউজ” দিয়ে প্রচুর অর্থ আয় করে নেন। গতবছর এটি সবচেয়ে বেশি বিক্রিত ইউকে অ্যালবাম ছিল। বর্তমানে ইউকে সফরে রয়েছেন এই গায়ক। ২৯ বছর বয়সী গায়কের সম্পদের পরিমাণ ১৫ কোটি পাউন্ড।

এই তালিকার শীর্ষে রয়েছেন গোপী হিন্দুজা এবং পরিবার, যারা বিশ্বজুড়ে ব্যবসার মালিক এবং যাদের সম্মিলিত সম্পদ ৩৫ বিলিয়ন যা গত বছরের ২৮ বিলিয়ন থেকেও বেশি। এদিকে স্যার জিম র‍্যাটক্লিফ দুই বছর পর ব্রিটেনের শীর্ষ ১০ ধনীর তালিকায় ফিরে এসেছেন। ক্যামিকেল বিজনেসের অন্যতম ব্যক্তিত্ব এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক জিম র‍্যাটক্লিফের সম্পদের পরিমান এখন ২৯.৬ বিলিয়ন পাউন্ড।

ব্রিটেনের প্রধানমন্ত্রী মিস্টার সুনাক এবং তার স্ত্রী মিসেস মূর্তিও রয়েছেন তালিকায়। গত বছর তাদের সম্পদের পরিমান ৭৩০ মিলিয়ন হলেও এ বছর সেটা কমে হয়েছে ৫২৯ মিলিয়ন।

সূত্র : বিবিসি নিউজ

- Advertisement -

Related Articles

Latest Articles