12.3 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

প্রেমিকার সঙ্গে ছবি দিয়ে বিদ্রুপের মুখে পিকে

প্রেমিকার সঙ্গে ছবি দিয়ে বিদ্রুপের মুখে পিকে - the Bengali Times
শাকিরা ও পিকে ক্লারা

শাকিরার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই তোপের মুখে রয়েছেন স্পেনের সাবেক ফুটবলার জেরার্ড পিকে। ব্যক্তিগত জীবনে তো বটেই, সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত ব্যঙ্গ বিদ্রুপের শিকার হচ্ছেন এই ফুটবল তারকা। শাকিরা ভক্তদের সামনে নিতান্তই অসহায় হয়ে পড়ছেন বার বার। সম্প্রতি নিজের বর্তমান প্রেমিকা ক্লারা চিয়া মার্তির সাথে একটি নতুন ছবি শেয়ার করার পর তুমুল বিদ্রুপের শিকার হন পিকে।

নিজের ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে প্রেমিকা ক্লারার সঙ্গে একটি ছবিটি পোস্ট করেছেন পিকে। কিন্তু কলম্বিয়ান গায়িকা শাকিরার ভক্তরা শাকিরার ‘জিফ’ স্টিকার দিয়ে তার পোস্টের মন্তব্য বিভাগ ভরিয়ে তুলেছে। শাকিরার সাথে বিশ্বাসঘাতকতার অভিযোগে ফুটবলারকে উপহাস করা হয়েছে মন্তব্য করে যা সাবেক ফুটবল তারকাকে বেশ অস্বস্তিতে ফেলে দিয়েছে। কেউ কেউ লিখেছেন, ‘শাকিরাকে ছেড়ে দেওয়াটা অন্যায় হয়েছে।

- Advertisement -

তুমি বিশ্বাসঘাতক।’ কেউ বা লিখেছেন, ‘হীরা ছেড়ে কয়লা তুললে!’ কেউ আক্রমন করে লিখেছেন, ‘তুমি শাকিরার যোগ্য ছিলে না।’ বেশিরভাগ মন্তব্যের সাথেই শাকিরার স্টিকার জুড়ে দেওয়া হয়েছে।

দীর্ঘ ১১ বছর একসাথে থাকার পর শাকিরা-পিকে ২০২২ সালের শুরুতে তাদের বিচ্ছেদ ঘোষণা করেন, যা ভক্তদের হতবাক করেছিল।

- Advertisement -

Related Articles

Latest Articles