8.8 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

অন্য ছেলের সঙ্গে বিয়ে ঠিক, পালাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু প্রেমিক-প্রেমিকার!

অন্য ছেলের সঙ্গে বিয়ে ঠিক, পালাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু প্রেমিক-প্রেমিকার! - the Bengali Times
প্রতীকী ছবি

পারিবারিকভাবে এক যুবকের সঙ্গে বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছিল রানির (২১)। তবে মা-বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি ছিলেন না তিনি। তাই প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন ওই তরুণী। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। পালানোর সময় পথেই সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে যুগলের।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের জিগনা এলাকায়।

- Advertisement -

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত রোববার রানির বিয়ে ঠিক হয়েছিল প্রয়াগরাজের এক ছেলের সঙ্গে। রানির সঙ্গে এক তরুণের প্রেমের সম্পর্ক ছিল। ওই তরুণ রানির চাচাতো ভাইয়ের বন্ধু।

বিয়ের আগে পালাতে রানিকে সাহায্য করেন তার ওই ভাই। প্রথমে প্রেমিক ও চাচাতো ভাই ওই তরুণীর বাড়িতে যান। পরে তাদের সঙ্গে বাড়ি থেকে পালান ওই তরুণী। গত শনিবার রানি, তার প্রেমিক ও চাচাতো ভাই মোটরসাইকেলে করে পালান।

পথে তাদের বাইকের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই যুগলের মৃত্যু হয়। তরুণীর ভাইও মারা যান।

পুলিশ জানিয়েছে, বেপরোয়া গতিতে চলছিল বাইকটি। তার জেরেই দুর্ঘটনা ঘটেছে। নিহত অপর দুজনের নাম করণ ও বিকাশ। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles