বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, আমরা অনেকেই হতাশ। অনেকেই বলছেন- আর কত দিন। পরিবর্তনটা কবে আসবে? যেভাবে চতুর্দিকে একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে সেখান থকে কবে বেরুতে পারবো। আমরা অবশ্যই এখান থেকে বের হতে পারবো। সেজন্য জনগণকেই জেগে উঠতে হবে। হতাশ হওয়ার কোনো কারণ নেই। শনিবার হোটেল সোনারগাঁওয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরীর ওপর লেখা ‘আনোয়ারউল্লাহ চৌধুরী সংবর্ধনা গ্রন্থ’র প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গ্রন্থটির মূল্য ১৩’শ টাকা।
দেশের তরুণদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, বিশ্ববিদ্যালয়ে যখন একজন বোন ধর্ষিত হয় তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা প্রতিবাদ মিছিল বেরিয়ে আসতে দেখি না। টিপাইমুখে বাঁধ তৈরির সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবাদ মিছিল বের হয় না, আমার গণতন্ত্রকে যখন ধবংস করা হয়, ছাত্রদেরকে যখন পিটিয়ে শুইয়ে দেয়া হয়, রক্ত ঝরানো হয় তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোনো প্রতিবাদ মিছিল বের হয় না। আমাদের তরুনরা, যদি জেগে না ওঠে তাহলে পরিবর্তনটা আসবে কোত্থেকে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের একটাই লক্ষ্য-কিভাবে অর্থ উপার্জন করা যায়। মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য ওয়েল ফেয়ার স্টেটের জন্য তাদের চিন্তাই নেই। অনির্বাচিত সরকার বলেই দেশে প্রতিটি ক্ষেত্রে চরম নৈরাজ্য চলছে।