5.2 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

প্রযোজকরা বিপদে পড়লেই ফোন করেন, কেন বললেন নোরা ফাতেহি?

প্রযোজকরা বিপদে পড়লেই ফোন করেন, কেন বললেন নোরা ফাতেহি? - the Bengali Times
নোরা ফাতেহি সংগৃহীত ছবি

বলিউডের আলোচিত অভিনেত্রী নোরা ফাতেহি। প্রায়ই আলোচনায় থাকেন তিনি। সংবাদের শিরোনাম হন নানা কারণে।

এবার জানালেন ভিন্ন গল্প। বলিউডের প্রযোজকরা বিপদে পড়লেই নাকি তাকে ফোন করেন! তিনি নাকি ইন্ডাস্ট্রির ‘মুশকিল আসান’ হিসেবে পরিচিত।

- Advertisement -

নোরা জানান, এই বুঝি ফোন এল! এমন প্রমাদ গুনতে হয় সব সময়। কিসের আশঙ্কা? অভিনেত্রী জানান, প্রযোজকরা তাকে মূলত ফোন করেন খারাপ ছবি উতরে দেওয়ার জন্য। কয়েকটি গানের দৃশ্যে উপস্থিতি রাখারই অনুরোধ সেগুলো। যেন নোরা রাজি হলেই ছবিগুলো দাঁড়িয়ে যাবে! নোরার দাবি, সেইসব প্রস্তাবের অধিকাংশই তিনি প্রত্যাখ্যান করেছেন।

নোরা চান না শুধুমাত্র একজন নর্তকী হিসেবেই তার পরিচিতি তৈরি হোক। আইটেম গান কিংবা বিশেষ এক ধরনের গানের সঙ্গেই শুধু নোরাকে নাচতে বলেন ছবি নির্মাতারা, যে ব্যাপারটা একেবারেই পছন্দ নয় তার। নোরার কথায়, “আমি যখন হ্যাঁ বলি, সেটার মানে নিজের পুরোটা দিয়ে দেব। তাই বুঝেশুনে রাজি হই।”

সম্প্রতি এক সাক্ষাৎকারে নোরা স্বীকার করেই নিলেন যে তার সঙ্গে কাজ করা কঠিন। পান থেকে চুন খসলে তার সমস্যা হয়, শর্তেরও শেষ নেই। কিন্তু নোরার দাবি, অনেক স্বার্থত্যাগ করেছেন আগে, তাতে কিছু লাভ হয়নি। তাই এখন লাগামটা শক্ত করে ধরেছেন। নোরার কথায়, “আমি নিজের সেরাটা দিই। মঞ্চে হোক বা ক্যামেরার সামনে এমন নিখুঁতভাবে কাজ করব যে কুটোটিও পড়ে থাকবে না। সবটা খেয়ে নেব।”

প্রযোজকদের ভয়ার্ত ফোনের গল্প বলতে বলতে হেসে ওঠেন নোরা। বললেন, “জানি না কেন সবার আমায় দরকার! নিশ্চয়ই এতে আত্মশ্লাঘা বোধ করি, নিজেকে দায়িত্বজ্ঞান সম্পন্ন মানুষ বলেও মনে হয়। তাই বলে সব কিছুতে কি হ্যাঁ বলা যায়!”

নোরা আরও বলেন, “যদি দশটা গানের প্রস্তাব দেওয়া হয় আমি একটা হ্যাঁ করি, বড়জোর দু’টো। কখনও কখনও সবগুলোই না করে দিই। কারণ এত বেশি গানের দৃশ্য করলে ইন্ডাস্ট্রি আমায় ছকে ফেলে দিতে চাইবে। দৃষ্টিভঙ্গি বেশিরভাগই খুব সংকীর্ণ।”

‘দিলবার’ এবং ‘গারমি’-র মতো গানে নোরার উপস্থিতি বিপুল জনপ্রিয় হয়েছে। এছাড়া ‘ভুজ- দ্য প্রাইড অব ইন্ডিয়া’ এবং ‘স্ট্রিট ডান্সার থ্রিডি’ ছবিতে অভিনয় করেছেন নোরা। হাতে তার চারটি ছবি রয়েছে যেগুলো মুক্তি পাবে শিগগিরই, এমনটাই জানান অভিনেত্রী।

- Advertisement -

Related Articles

Latest Articles