
ভারতের মুম্বাইয়ে ফের লোহমর্ষক এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। লিভ-ইন পার্টনারকে হত্যার পর টুকরো টুকরো করার দায়ে ৫৬ বছর বয়সী এক ব্যক্তিকে গতকাল বুধবার আটক করা হয়েছে। দেশটির পুলিশ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তির নাম মনোজ সাহানি। গত তিন বছর ধরে তিনি সরস্বতী বৈদ্য নামের এক নারীর সঙ্গে মিরা রোডে আকাশ গঙ্গা ভবনে একসঙ্গে থাকতেন।
গত বুধবার ওই ভবন থেকে নায়ারণগর পুলিশ ফোন কল পায়। অভিযোগ, ওই ফ্ল্যাট থেকে বাজে গন্ধ বের হচ্ছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
মুম্বাইয়ের ডেপুটি পুলিশ কমিশনার জয়ন্ত বাজবেল বলেন, ওই ভবন থেকে পুলিশ এক নারীর দেহ উদ্ধার করেছে- যার দেহ টুকরো টুকরো করা হয়েছে। সেখানে এক যুগল লিভ-ইন করছিলেন। এ নিয়ে আরও তদন্ত চলছে।
তবে ঠিক কী কারণে মনোজ এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন তা এখন পর্যন্ত জানা যায়নি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এ ঘটনা নিয়ে জোরেশোরে তদন্ত চলছে।