
স্ত্রীকে জড়িয়ে ধরে গুলি করেন যুবক। স্ত্রীর শরীর ভেদ করে সে বুলেট লাগে স্বামীর শরীরেও। ফলে এক বুলেটেই নিহত হন স্বামী-স্ত্রী। সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশে ঘটেছে এমন ঘটনা।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, আনেক পালের (৪০) স্ত্রী সুমন পাল (৩৮) সম্প্রতি একটি মোবাইল ফোন হারিয়ে ফেলেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। গত মঙ্গলবার রাতে প্রার্থনা করছিলেন অভিযুক্ত ব্যক্তি। এরপরই তিনি উঠে স্ত্রী সুমনকে জড়িয়ে ধরেন এবং সঙ্গে সঙ্গে তার পিঠে গুলি করেন।
advertisement
আনেকের ছোঁড়া সেই গুলি তার স্ত্রীর শরীরে ঢুকে বেরিয়ে যায়। শুধু তাই নয়, সেই গুলি ঢুকে আনেকের শরীরেও। পরে উদ্ধার করে তাদের দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।
পুরো বিষয়টি খতিয়ে দেখছে উত্তরপ্রদেশ পুলিশ। অভিযুক্তর ব্যবহৃত বন্দুকটি দেশি। গুঞ্জন রয়েছে, ওই ব্যক্তি তন্ত্র-সাধনাও করতেন। খুনের সঙ্গে সেই চর্চার কোনো যোগসূত্র আছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।
নিহত দম্পতির চার সন্তান রয়েছে। তাদের মামাবাড়িতে মামাবাড়িতে রাখা হয়েছে। সুমন ও আনেকের আত্মীয়রা দুজনের কারও সম্পর্কেই কোনো অভিযোগ করেননি।