1 C
Toronto
সোমবার, মার্চ ১৭, ২০২৫

রাকুন থেকে দূরে থাকার আহ্বান

রাকুন থেকে দূরে থাকার আহ্বান
টিপিএইচ সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে রাকুনের কামড় ও আচড়ের কারণ মূলত বর্জন করা যেতো এমন যোগাযোগ ও খাবার খাওয়ানো

নগরীতে অসুস্থ্য ও জখম রাকুনের সংখ্যা বেড়ে যাওয়ায় রাকুন ও অন্যান্য বন্যপ্রাণির সংস্পর্শ এড়িয়ে বাসিন্দাদের আহ্বান জানিয়েছে টরন্টো জনস্বাস্থ্য বিভাগ (টিপিএইচ)। নগরীর স্বাস্থ্য ইউনিট বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, রাকুনের কারণে ২০২৩ সালে এখন পর্যন্ত জখম হওয়ার ৮৮টি ঘটনার খবর পাওয়া গেছে। এ সংখ্যা ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাঁচ বছরের গড়ের তুলনায় ১১৭ শতাংশ বেশি। রাকুনের কামড় বা আচড় খাওয়া ব্যক্তিদের ৮০ শতাংশের বেশি জলাতঙ্ক সংক্রমণের আশঙ্কা থেকে প্রোফাইল্যাক্সিসের চিকিৎসা নিয়েছেন।

টিপিএইচ সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, রাকুনের কামড় ও আচড়ের কারণ মূলত বর্জন করা যেতো এমন যোগাযোগ ও খাবার খাওয়ানো।
টরন্টোতে জলাতঙ্কের ঝুঁকি কম থাকলেও চিকিৎসা না করা হলে রোগটি মারাত্মক আকার ধারণ করতে পারে। কাউকে রাকুন কামড় বা আচড় দিয়ে থাকলে তাকে ক্ষতস্থান সাবান ও পানি দিয়ে কমপক্ষে ১৫ মিনিট ধোয়ার পরামর্শ দিয়েছে জনস্বাস্থ্য বিভাগ। সেই সঙ্গে ক্ষতস্থানে অ্যান্টিসেপ্টিক লাগানোর পাশাপাশি তাৎক্ষণিকভাবে চিকিৎসকের স্মরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

- Advertisement -

টিপিএইচ বলেছে, বাসিন্দাদের বন্যপ্রাণিদের সংস্পর্শে না যাওয়া এবং নিজেদের পোষ্যের জলাতঙ্কের টিকা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ।

- Advertisement -

Related Articles

Latest Articles