-2 C
Toronto
সোমবার, মার্চ ১৭, ২০২৫

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে কানাডা

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে কানাডা
আন্তর্জাতিক মহড়ায় কানাডার অংশগ্রহণ বাড়বে ও বর্ধিত নিরাপত্তা সহযোগিতার আওতায় আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক শক্তিশালী হবে

মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিকের ব্যাপারে কানাডা প্রতিশ্রুতিবদ্ধ মন্তব্য করে প্রতিরক্ষামন্ত্রী অনীতা আনান্দ বলেছেন, এই অঞ্চলে কানাডা সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। সাংগ্রিলা ডায়ালগ নামে পরিচিত সিঙ্গাপুরে অনুষ্ঠিত বার্ষিক আন্তসরকার নিরাপত্তা সম্মেলনে এই কথা বলেন তিনি।

অনীতা আনান্দ বলেন, কানাডা অপারেশন হরাইজনের মাধ্যমে কানাডা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে তার সামরিক উপস্থিতি উল্লেখযোগ্য বৃদ্ধি করবে। নতুন এই অপারেশন ইন্দো-প্যাসিফিক অংশে কানাডার বিদ্যমান অপারেশন প্রজেক্টের স্থলাভিষিক্ত হবে।

- Advertisement -

এর অংশ হিসেবে এই অঞ্চলে বাড়তি যুদ্ধজাহাজ মোতায়েন করা হবে। সেই সঙ্গে আন্তর্জাতিক মহড়ায় কানাডার অংশগ্রহণ বাড়বে ও বর্ধিত নিরাপত্তা সহযোগিতার আওতায় আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক শক্তিশালী হবে। বর্তমানে এই অঞ্চলে কানাডার দুটি যুদ্ধজাহাজ রয়েছে। এর একটি হলো এইচএমসিএস মন্ট্রিয়ল এবং অন্যটি সহায়ক জাহাজ এমভি অ্যাস্টারিক্স।

অনীতা আনান্দ বলেন, নতুন এই অপারেশন আঞ্চলিক নিরাপত্তায় কানাডাকে আরও বেশি সক্রিয় ভূমিকা রাখার সুযোগ করে দেবে।

- Advertisement -

Related Articles

Latest Articles