
ছবি সংগৃহীত
প্রেমিকাকে শ্বাসরোধ করে হত্যা করেছে তার বাবা। এ নিয়ে ওই তরুণীর প্রেমিকও চলন্ত ট্রেনের সামনে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। ভারতের কর্ণাটকে ঘটেছে এ ঘটনা। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, কোলার গোল্ড ফিল্ডসের (কেজিএফ) বানগারপেটের বাসিন্দা কৃষ্ণমূর্তির মেয়ে কির্তি। ২৪ বছর বয়সী গঙ্গাধরের সঙ্গে সম্পর্ক ছিল। কিন্তু তিনি অন্য বর্ণের। কির্তি তাকে বিয়ে করতে চাইতেন। কিন্তু অন্য বর্ণের হওয়ায়-এনিয়ে তার বাবার সঙ্গে ঝগড়া লেগেই থাকতো।
দেশটির এক পুলিশের কর্মকর্তা বলেছেন, গতকাল সকালে কৃষ্ণমূর্তি আবার তার মেয়েকে ওই ছেলের সঙ্গে সম্পর্ক শেষ করার জন্য বোঝান। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে কৃষ্ণমূর্তি তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেন। এটি ধামাচাপা দিতে কৃষ্ণমূর্তি মেয়ের লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখেন।
পরবর্তীতে পুলিশ সন্দেহ করে যে কির্তিকে হত্যা করা হয়েছে এবং এ নিয়ে কৃষ্ণমূর্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এদিকে কির্তির মৃত্যুর খবর শুনে গঙ্গাধর অস্থির হয়ে পড়েন। তিনি কাছেই একটি রেলের লাইনে যান এবং চলন্ত ট্রেনের সামনে লাফ দেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
কেজিএফের পুলিশ সুপার কে ধরনি দেবী বলেন, হত্যার অভিযোগে কৃষ্ণমূর্তিকে গ্রেপ্তার করা হয়েছে।