
ব্যাগে লাখের বেশি টাকা ছিল, তা ঝুলিয়ে রাখা হয়েছিল মোটরসাইকেলে। তবে আচমকাই সেই ব্যাগ সেখান থেকে ছিনিয়ে নিয়ে গাছে উঠে এক বানর। গত মঙ্গলবার ভারতের উত্তরপ্রদেশের রামপুরের ঘটেছে এ ঘটনা। খবর ইন্ডিয়া টুডের।
প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির বাসিন্দা শরাফত হুসেইন শাহাবাদে রেজিস্ট্রি অফিসে বিক্রয় দলিলের জন্য আসেন। এরপর মোটরসাইকেলে টাকার ব্যাগ রেখে পাশেই একটি বেঞ্চে বসে হিসাব করছিলেন। হিসাবে তিনি এতোই মগ্ন হয়ে পড়েছিলেন, তার সামনে কখন বানর এসে ঘুরঘুর করছিল, দেখতে পাননি। তবে টাকার ব্যাগ নিয়ে যাওয়ার পরেই তার টনক নড়ে।
অনেক কষ্টের পর সেই টাকা উদ্ধার করা গেছে।
এরপর শরাফত চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন সেখানে জড়ো হন। সবাই মিলে ওই বানর খুঁজতে থাকেন। একপর্যায়ের গাছের ডালে ওই বানরকে দেখতে পান তারা। এরপর অনেক চেষ্টার পর সেই বানরকে ধাওয়া করে টাকা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ভারতে আদিবাসীর মুখে মূত্রত্যাগ, রাজনৈতিক বিতর্ক তুঙ্গে
প্রতিবেদনে বলা হয়েছে, এলাকাটিতে বানরের উৎপাত অনেক আগে থেকেই। মঙ্গলবারের ঘটনার পর জেলা প্রশাসন জানিয়েছে, এ নিয়ে একটি বিশেষজ্ঞ দল গঠন করা হবে। যারা বানর ধরে জঙ্গলে ছেড়ে আসবে।