
প্রদেশেরে প্যারামেডিক কলেজে ৩০০ নতুন আসন যোগ হচ্ছে বলে জানিয়েছেন অন্টারিওর স্বাস্থ্যমন্ত্রী সিলভিয়া জোন্স। প্যরামেডিক কর্র্মীবাহিনী বাড়ানো এবং প্রয়োজনের সময় অন্টারিওবাসীরা যাতে জরুরি সেবা পান সেটা নিশ্চিত করাই এর উদ্দেশ্য বলে জানান তিনি।
অন্টারিওর বেশ কিছু প্যারামেডিক সার্ভিস সেবা প্রদানে বিলম্বের কথা জানিয়েছে। অ্যাম্বুলেন্স ক্রুরা যখন হাসপাতালে রোগী স্থানান্তরের জন্য জরুরি কক্ষে অপেক্ষা করতে থাকেন। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে পরিস্থিতি বেমি খারাপের দিকে গেছে। এ ছাড়া এলাকার মদ্যে কোনো অ্যাম্বুলেন্স না থাকার ঘটনাও ঘটেছে।
২০২৩-২৪ শিক্ষাবর্ষে যেসব কলেজে বাড়তি আসনে শিক্ষার্থী ভর্তির সুযোগ দেওয়া হবে সেগুলো হলো অ্যালগনকিন কলেজ, ক্যাম্ব্রিয়ান কলেজ, কন্টেনিয়াল কলেজ, কলেজ বোরিয়াল, কলেজ লা সাইট, কনেস্টোজা কলেজ, কনফেডারেশন কলেজ, ডারহাম কলেজ, ফ্যানশ কলেজ, জর্জিয়ান কলেজ, ল্যাম্বটন কলেজ, নর্দার্ন কলেজ, সেন্ট ক্লেয়ার কলেজ এবং সেন্ট লরেন্স কলেজ।
জোন্স বলেন, লার্ন অ্যান্ড স্টে অনুদানের আওতায় এই সম্প্রসারণ। এর আওতায় ফ্রি টিউশন ফির পাশাপাশি উত্তর অন্টারিওর প্যারামেডিক প্রোগ্রামে শিক্ষার্থীদের বিনামূল্যে বই দেওয়া হয়।
This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.