11.5 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫

টরন্টোর সড়কে নিহত রত্নার নামে ‘রত্না লেন’

টরন্টোর সড়কে নিহত রত্নার নামে ‘রত্না লেন’ - the Bengali Times
টরন্টোতে ইছমত আরা রত্নার নামে রত্না লেন করা হয়েছে

কানাডার বাণিজ্যিক রাজধানী টরন্টো শহরে নিহত বাংলাদেশি ইছমত আরা রত্নার নামে ‘রত্না লেন’ নামকরণ করা হলো।

২০১৯ সালের ১৯ আগস্ট টরন্টোর ডাউনটাউনস্থ রিজেন্ট পার্ক এলাকায় বাসা থেকে বের হয়ে রাস্তার ক্রসিং লাইট পারাপারের জন্য দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে একটি গাড়ি কেড়ে নিয়েছিল ইছমত আরা রত্নার প্রাণ।

- Advertisement -

কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দের উদ্যোগে রত্নার স্মরণে একটি রাস্তা নামকরণের জন্য পদক্ষেপ নেওয়া হয়। পরে তা টরন্টো হাউজিং-এর উদ্যোগে ভোটের মাধ্যমে ‘রত্না লেন’ অনুমোদন লাভ করে।

টরন্টোর সড়কে নিহত রত্নার নামে ‘রত্না লেন’ - the Bengali Times

স্থানীয় বাসিন্দা বাপ্পী রহমান জানান, নানা প্রশাসনিক আনুসাঙ্গগিকতা শেষে গত ৮ জুলাই সকাল সাড়ে ১১টা ডান্ডাস ও রিভার স্ট্রিটের মাঝামাঝি সড়কটি রত্না লেন (Ratna Ln) নামে ফলক উন্মোচন করা হলো। নিহতের পরিবারের সদস্যদের উপস্থিতিতে ফিতা কেটে এর উদ্বোধন করা হয়।

সূত্র : ইত্তেফাক

- Advertisement -

Related Articles

Latest Articles