7.9 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

তলপেটের দাগ লুকাতে ট্যাটু করেছেন মিমি চক্রবর্তী

তলপেটের দাগ লুকাতে ট্যাটু করেছেন মিমি চক্রবর্তী

নিজেদের সৌন্দর্য্য বাড়াতে নায়ক-নায়িকারা অনেক কিছুই করে থাকেন। এরমধ্যে বেশ জনপ্রিয় ট্যাটু। তারকাদেরকে নিজেদের শরীরের বিভিন্ন স্থানে ট্যাটু করাতে দেখা যায়। বলিউড তারকা থেকে শুরু করে টলিউড কিংবা ঢালিউড; সবখানেই এ চর্চা রয়েছে।

- Advertisement -

তলপেটের দাগ লুকাতে ট্যাটু করেছেন মিমি চক্রবর্তী

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তীও হেঁটেছেন সেই পথে। নিজের শরীরের বেশ কিছু স্থানে ট্যাটু করিয়েছেন তিনি। নায়িকার ডান হাতের নাটরাজ ট্যাটু প্রায় সময়েই নজরে পড়ে ভক্তদের। কিন্তু এর বাইরেও মিমির তলপেটের ডানদিকে রয়েছে আরও একটি ট্যাটু। যেটি দেখতে অনেকটা ময়ূরের পালকের মতো।

তলপেটের দাগ লুকাতে ট্যাটু করেছেন মিমি চক্রবর্তী

সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেই ট্যাটুর রহস্য জানিয়েছেন অভিনেত্রী। যেটার সঙ্গে তার শৈশবের স্মৃতি জড়িত। মিমি চক্রবর্তী জানান, ছোটবেলার এক দাগ ঢাকতেই তলপেটে ট্যাটু করিয়েছেন তিনি। অ্যাপেনডিক্স অস্ত্রোপচার হয়েছিল অভিনেত্রীর। সেই দাগ আজও মিলিয়ে যায়নি। ক্রপ টপ পরলে তা দৃশ্যমান হয়ে থাকে। আর সেটা ঢাকতেই মিমি ওই ‘পালক’ ট্যাটু করিয়েছেন।

তলপেটের দাগ লুকাতে ট্যাটু করেছেন মিমি চক্রবর্তী

শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে মিমি চক্রবর্তীর নতুন সিনেমা ‘রক্তবীজ’। সিনেমাটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। ছবিতে মিমির বিপরীতে দেখা যাবে আবীরকে।

- Advertisement -

Related Articles

Latest Articles