6 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

‘বিয়ে করবেন আমাকে?’ …যুবকের প্রস্তাবে অবাক নুসরাত

‘বিয়ে করবেন আমাকে?’ ...যুবকের প্রস্তাবে অবাক নুসরাত
নুসরাত

ফেসবুকে অনেক ভক্ত অনুসরণ করেন অভিনেত্রীদের। সেখানে বিভিন্নভাবে ভালোবাসার বহি:প্রকাশ ঘটান। তবে নুসরাত জাহানের এক অনুরাগী অন্যভাবে ভালোবাসা প্রকাশ করেছেন, যা দেখে হতবাক টালিউড অভিনেত্রীও!

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটা ছবি পোস্ট করেছেন নুসরাত। ক্যাপশনে লিখেছেন— ‘জীবনের সব ব্যথাকে শক্তিতে পরিণত করো।’ আর তা দেখেই নেটিজেনদের মধ্যে হইচই পড়ে গেছে। একজন মন্তব্য করেছেন, ‘হঠাৎ কি হলো, কোন ব্যথার কথা বলছেন?’ আর একজন তো সরাসরি নুসরাতকে প্রেম নিবেদন করে বসলেন। তবে শুধু প্রেমই নয়, তাকে উদ্দেশ করে লিখেছেন, ‘বিয়ে করবেন আমাকে?’ এই পোস্ট দেখে নুসরাতের চোখ ছানাবড়া!

- Advertisement -

প্রসঙ্গত, নতুন প্রযোজনা সংস্থা খুলেছেন যশ-নুসরাত। নতুন ইনিংসের শুরুতেই অনুরাগীদের চমকে দিয়ে সিনেমার ঘোষণা করলেন এই দুই তারকা। বাংলায় ‘পুলিশ ব্রহ্মাণ্ড’। সিনেমার নাম ‘মেন্টাল’। যার মুখ্য ভূমিকায় যশ-নুসরাত। এ সিনেমায় যশকে দেখা যাবে এক পুলিশের ভূমিকায়। প্রযোজক-অভিনেতার ভাষায় বলতে হলে, ‘স্বভাবে নম্র হলেও মনের দিক থেকে অভিমানী। তবে শয়তানদের জন্য তিনি মেন্টাল।’

- Advertisement -

Related Articles

Latest Articles