9.9 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

ভারত-পাকিস্তান ম্যাচে ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য ৩০ লাখ রুপি!

ভারত-পাকিস্তান ম্যাচে ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য ৩০ লাখ রুপি!
ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং পাকিস্তান অধিনায়ক বাবর আজম ছবি সংগৃহীত

২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের ভারত বিশ্বকাপ। আগামী ৫ অক্টোবর হবে উদ্বোধনী ম্যাচ। তবে, গ্রুপপর্বে ভারত-পাকিস্তানের ম্যাচ অন্য সব প্রতিদ্বন্দ্বিতাকে এরই মধ্যে ছাড়িয়ে গেছে। আগামী ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ম্যাচটির জন্য তীব্র আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন দর্শকরা। আর সেই প্রভাব পড়েছে বিজ্ঞাপন মূল্যেও। এবারের বিশ্বকাপের অফিসিয়াল সম্প্রচার কোম্পানি ডিসনি স্টার। ভারত-পাকিস্তান ম্যাচের বিজ্ঞাপন মূল্য তারা অন্যান্য ম্যাচের তুলনায় কয়েক গুণ বেশি নির্ধারণ করেছে।

- Advertisement -

ভারত-পাকিস্তান ম্যাচে ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য ৩০ লাখ ভারতীয় রুপি চাইছে ডিজনি। যেখানে, বিশ্বকাপের অন্যান্য ম্যাচের জন্য বিজ্ঞাপনের মূল্য প্রতি ৩০ সেকেন্ডে মাত্র ৭ লাখ ভারতীয় রুপি।

এবারের বিশ্বকাপে ভারত-পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা দেখায় ছাড়িয়ে যেতে পারে পূর্বের সব রেকর্ড। দুই দলের আগের সব লড়াইয়েও দেখা গেছে একই চিত্র। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে হটস্টার ১ কোটি ৮০ লক্ষ টিভি দর্শক টেনেছিল, এশিয়া কাপে সেটি ১ কোটি ৪০ লাখ।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপে শুধু ভারত-পাকিস্তান ম্যাচ শুধু ভারত থেকেই টেলিভিশনে দেখেছেন ২৭ কোটির বেশি দর্শক। আরও ৫ কোটি দর্শক বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মে এই ম্যাচ উপভোগ করেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles