
ছবি সংগৃহীত
নিজের বৃহৎ আকৃতির জন্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে একটি বিড়াল। বিড়ালটির নাম কেফির। ইউলিনা মিনিনা পোষা বিড়ালটিসহ রাশিয়ার ওসকোল শহরে বাস করে।
ওই নারী বিড়ালটির একটি ভিডিও ইন্সটাগ্রামে শেয়ার করেছেন। তিনি বলেছেন, বিড়ালটির নিজের পায়ে দাঁড়ালে আকারে এটি তার চার বছরের মেয়ের সমান হয়। ভিডিওতে দেখা গেছে পায়ের ভর করে দাঁড়িয়ে বিড়ালটি ঘরের দরজার হাতল ছুঁতে পারছে।
এটা রাশিয়ার স্থানীয় প্রজাতির বিড়াল। আকারে এরা বেশ বড় হয়।
বিড়ালটির এমন আদুরে ভিডিওতে নেটিজেনরাও বেশ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। তারা দুলদুলে চেহারার কেরিফের বেশ প্রশংসাও করছেন এর আকৃতির কারণে।