
ঢালিউড অভিনেতা জায়েদ খানের জন্মদিনে অভিনেত্রী মেহের আফরোজ শাওন শুভেচ্ছা জানিয়েছিলেন। সেখানে জায়েদ খানকে কিছু সতর্কবার্তা দিয়েছিলেন এ অভিনেত্রী। সেই স্ট্যাটাসে জায়েদ খানের ‘সরলতা’ নিয়ে মন্তব্য করেন শাওন। পাশাপাশি স্বউদ্যোগে কিছু পরামর্শ দেন।
সেই স্ট্যাটাসে ভক্তদের মনে করিয়ে দিয়েছিলেন, স্ট্যাটাসে হা হা রিঅ্যাকশন দিলেই বন্ধুতালিকা থেকে বাদ দেবেন। কিন্তু এ অভিনেত্রীর ফেসবুকের বন্ধুরা এ মন্তব্যেও হাসির ইমো দিয়েছেন। একের পর এক হা হা রিঅ্যাকশন জমা হয়েছে। প্রতিদিনই বেড়ে চলেছে হাসির রিঅ্যাকশন। বর্তমানে হা হা রিঅ্যাকশনের সংখ্যা ১১ হাজারের বেশি, যা ক্রমাগত বাড়ছে!
শাওনের ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে তুলে ধরা হলো। তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন জায়েদ খান। তোমার সরলতাই তোমার সম্পদ। তবে সেই সরলতা যেন বোকামিতে রূপ না নিতে পারে, সেই সীমারেখাটা টানা দরকার। কত বেশি বলবে, তা ভাবার চেয়ে, কখন চুপ করে শুধু শুনবে, সেটা বুঝতে পারা তোমার জন্য খুব প্রয়োজন। তোমার যতটুকু প্রতিভা আছে, তা পরিপূর্ণতা পাক এবং শুধু সেটা নিয়েই আলোচনা হোক এই শুভকামনা। অনেক ভালো থেকো।’
স্ট্যাটাস এখানে শেষ হলেও হতে পারত। কিন্তু তা হয়নি। কারণ মেহের আফরোজ শাওনও হয়তো জানতেন, জায়েদ খানকে নিয়ে ফেসবুকে হাসাহাসি হয়। সে প্রভাব তার স্ট্যাটাসের রিঅ্যাকশনে লাগতে পারে। তাই সতর্ক করে লিখেছেন— ‘সংযোজন, এটা মজা করার জন্য দেওয়া কোনো পোস্ট নয়। আমি সচেতনভাবে আমার স্নেহের
একজনকে আমার ভাষায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি। আপনাদের অনেকের কারণে-অকারণে হাসি আসতেই পারে, কিন্তু ‘হা হা’ রিঅ্যাকশন দেওয়া কেউ আমার বন্ধুতালিকায় থাকলে সেই হাস্যমুখী ব্যক্তিকে তালিকা থেকে বাতিল করে দেওয়া হবে। শুভ আনফ্রেন্ডিং।’